দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি, বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল, শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে।

West Bengal Weather Update: রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি, বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল, শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে।
দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি, বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল, শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বিহার এবং ঝাড়খণ্ডেও বর্ষা ঢুকছে । দক্ষিণবঙ্গে বর্ষার পরিবেশ। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ৷ ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বিহার এবং ঝাড়খণ্ডেও বর্ষা ঢুকছে । দক্ষিণবঙ্গে বর্ষার পরিবেশ। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ৷ ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আজ শনি ও আগামিকাল, রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আজ শনি ও আগামিকাল, রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কাল, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কাল, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.৭ মিলিমিটার।
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.৭ মিলিমিটার।