আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও সপ্তাহখানেক বৃষ্টি চলবে। আগামিকাল, রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের তিন জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, ঝড়-বৃষ্টির পূর্বাভাস ফের কবে? জেনে নিন

আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও সপ্তাহখানেক বৃষ্টি চলবে। আগামিকাল, রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের তিন জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও সপ্তাহখানেক বৃষ্টি চলবে। আগামিকাল, রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের তিন জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গে আজ, শনিবার ও কাল, রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সোমবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, শনিবার ও কাল, রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সোমবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- উপরের দিকের এই পাঁচ জেলায় আগামী সাত দিন।
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- উপরের দিকের এই পাঁচ জেলায় আগামী সাত দিন।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল ও সন্ধ্যার দিকে।কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনি ও রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে ফের আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল ও সন্ধ্যার দিকে।কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনি ও রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে ফের আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। আজ, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস  কম। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। আজ, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।