রাজ্য সরকারি চাকরি আরও কঠিন?

Government jobs: বুঝে নিয়োগ, তাড়াহুড়ো নয়!নির্দেশ মুখ্যসচিবের, সরকারি চাকরিতে রাশ টানছে নবান্ন?

কলকাতা: শিক্ষা দফতর সহ বিভিন্ন দফতরে নিয়োগে দুর্নীতির অভিযোগে আগে থেকেই বিদ্ধ রাজ্য সরকার৷ আবার কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে গিয়েও চাপ বেড়ে চলেছে রাজ্যের কোষাগারোর উপরে৷

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ নিয়ে প্রশাসনের শীর্ষ স্তরকে সতর্ক করলেন মুখ্যসচিব বি পি গোপালিকা৷ শূন্য পদ তৈরি হলেই তাড়াহুড়ো করে নিয়োগ না করার নির্দেশ দিলেন তিনি৷ সোমবার নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যসচিব৷

সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব পরামর্শ দিয়ে বলেন, ‘বুঝে কর্মী নিয়োগ করতে হবে। শূন্য পদ হলেই লাফিয়ে নিয়োগ করতে হবে এমনটা নয়। যতটুকু প্রয়োজন, যতটুকু না হলে নয় ততটুকু নিয়োগ করুন।’

আরও পড়ুন: মন্দারমণির সমুদ্রে বিপদ! একসঙ্গে ডুবে মৃত্যু দুই বন্ধুর, নিখোঁজ আরও ১

বিভিন্ন দফতরে শূন্য পদ পূরণে বন্ধ হয়ে যাওয়া উন্নয়ন পর্ষদগুলির কর্মীদেরও প্রয়োজনে বদলির করে নিয়ে আসার নির্দেশ দেন মুখ্যসচিব৷ সূত্রের খবর, বি পি গোপালিকা বলেন, ‘বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে সেখান থেকে লোক নিয়ে এসে দপ্তরে নিয়োগ করুন। কোন দপ্তরে কেমন লোকের প্রয়োজন তা নিখুঁতভাবে বিচার করেই নিয়োগের পথে হাঁটুন।’

রাজ্য প্রশাসন সূত্রে খবর, স্বরাষ্ট্র, কৃষি, স্কুল শিক্ষা সহ কয়েকটি দফতরে কর্মী নিয়োগের প্রস্তাব রয়েছে। তা নিয়ে আলোচনা করার সময় মুখ্যসচিব এ দিন এই নির্দেশ দেন বলেই সূত্রের খবর।