প্রতিকী ছবি

Cyber Fraud: ডিজিটাল গ্রেফতার করে আপনার অ্যাকাউন্ট খালি করছে প্রতারকরা! কী করবেন জানুন

মুর্শিদাবাদ: কখনও ব্যাঙ্ক থেকে ভেরিফিকেশনের জন্য ফোন, কখনও আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে ফোন করে হুঁশিয়ারি। আর সেই ফাঁদে পা দিলেই পড়তে হয় প্রতারকদের খপ্পরে। মাঝেমধ্যেই এই ধরনের নানা অভিযোগও দায়ের হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়।

এই পরিস্থিতিতে সাইবার অপরাধ কী ভাবে হয়, কী ভাবে সতর্ক থাকতে হবে, প্রতারিত হলে কী করতে হবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে প্রতারণা থেকে সতর্ক থাকবেন তার বার্তা দিল জেলা সাইবার ক্রাইম বিভাগ।

আরও পড়ুন: আপনার কাছে আছে এই কার্ড? সরকার কী কী সুবিধা দেবে জানুন

বর্তমানে মানুষ সাইবার অপরাধের সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন রকমের ব্যবসায়ীর কাছে ফোন যাচ্ছে নিজেকে আধিকারিক পরিচয় দিয়ে বলা হয় ডিজিটাল গ্রেফতার এবং তদন্তকারী সংস্থার নাম করে ফোন যাচ্ছে। বলা হয় গ্রেফতার হয়েছেন ডিজিটালের মাধ্যমে, সেই অনুযায়ী সাধারণ মানুষের টাকা নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বহরমপুর সাইবার ক্রাইম বিভাগে অনেক অভিযোগ জমা পড়ছে। যা প্রতারকেরা ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে একটি প্যাকেটের ছবি এবং ‘ডিজিটাল অ্যারেস্ট মেমো’ পাঠায়। অভিযোগ, গ্রেফতারি থেকে রেহাই দিতে তাঁর কাছে প্রায় কোটি টাকাও চাওয়া হয়। ভয় পেয়েই অনেক ব্যক্তি প্রতারকদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে অনলাইনে লক্ষ টাকা টাকা পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন প্রতারণার স্বীকার হয়েছেন।

আরও পড়ুন: এই গাছ থেকে সহজেই লাখপতি হওয়া যাবে ! আপনার বাড়িতে আছে ?

‘যাঁরা বয়স্ক মানুষ ও এডুকেডেট মানুষদের বিশেষ করে তাঁদের অনেক সময় দেখা যায় সাইবার অপরাধের শিকার হতে। ফেসবুক বা ভিডিও কলের মাধ্যমে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়। অনেকেই স্টক মার্কেটে বিনিয়োগ করেন। কিন্তু দেখা যায় সেবি অনুমোদিত ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই সেগুলি করে থাকেন। আর তাই প্রতারিত হওয়ার আশঙ্কাও থাকে। সেই কারণেই মানুষকে সচেতন করা প্রয়োজন রয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর দেওয়ার হয়। সেখান থেকে ডেটাবেস বিক্রি হয়। ফেসবুক বা সোশ্যাল সাইটে বন্ধু তাঁদেরই করা উচিত যাঁরা পরিচিত।’ এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারও সঙ্গে বিশেষ বন্ধুত্ব না করার পরামর্শই দেওয়া হয়েছে।

যখনই এই ধরনের কোনও নোটিশ আসে বা একাধিক এজেন্সির লোগো হয়না। মেল বা মোবাইল ম্যাসেজে এলে নিকটবর্তী পুলিশ ষ্টেশনে গিয়ে এটার ফেরিভাই করা উচিৎ। কথোপকথন হলে কোনও এজেন্সি কেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে না, যেটা ফোনের মারফৎ নেওয়া যায় না এটা আরবিআই নির্দেশ। এছাড়াও আনওয়ানটেড কোনও ম্যাসেজ বা ইমেল রিপ্লাই দেওয়া যাবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে কোনও কিছু সন্দেহ জনক মনে হলেও ১৯৩০ তে ফোন করে আপনার অভিযোগ জমা দিতে পারেন।

কৌশিক অধিকারী