পাঁচমিশালি A History Of ‘Hello’: ফোন ধরেই আমরা ‘হ্যালো’ বলি, কিন্তু এর আসল অর্থটি কী জানেন? উত্তর দিতে পারবেন না চ্যালেঞ্জ Gallery October 21, 2024 Bangla Digital Desk আমরা প্রতিদিনই বহু ঘটনারই সম্মুখীন হই৷ কত রকম কথাই তো রোজ বলি৷ কিন্তু সে কথার উৎস কী? তা কী আমরা জানি? ঠিক যেমন ফোন ধরেই হ্যালো বলি৷ কিন্তু ক’জনা জানি এই হ্যালো কথার মানে কী? কেনই বা ‘হ্যালো’ বলি৷ আমরা সারাদিন কথা তো বলি, কিন্তু হ্যালো কেন বলুন তো? এই ফোন কে আবিষ্কার করেছেন, তা নিশ্চয়ই জানেন৷ নাম গ্রাহাম বেল৷ অনেকে মনে করেন, তাঁর প্রেমিকার নাম হ্যালো৷ নিজের ভালবাসা প্রকাশের জন্যই নাকি এই শব্দটি চালু করা হয়েছিল৷ তবে জানা গিয়েছে কথাটি নাকি সম্পূর্ণ ভ্রান্ত৷ জানা যায়, গ্রাহাম বেল আসলে কোনও প্রেমিকাকে নয়, সহকারীকে ফোন করেছিলেন৷ তিনি হ্যালো নয়, আসলে বলেছেন আহয়৷ সেটি এসেছে ডাচ শব্দ hoi থেকে৷ হ্যালো বলার আসল প্রচলন কিন্তু করেন থমাস আলভা এডিসন৷ তিনি ‘প্রিন্সিপাল অব রেকর্ডেড সাউন্ড’ আবিষ্কারের সময় এই ‘হ্যালো’ শব্দটিই বারবার ব্যবহার করেছিলেন৷ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী, সর্বপ্রথম হ্যালো শব্দটির ব্যবহার লিপিবদ্ধ হয় ১৮২৭ সালে৷