What is It: ভাসছে কিসের দাঁত? আতঙ্ক, দেখেই চোখ কপালে, গঙ্গায় স্নান করতে ভয় পাচ্ছেন সকলে

গঙ্গায় ভেসে বেড়াচ্ছেন তিনি আর আতঙ্ক ছড়িয়ে ডাঙায়। বিগত বেশ কিছুদিন ধরে হুগলির কোন্নগরও হিন্দমোটর এলাকার গঙ্গার ঘাটে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে বেশ কিছু মেছো কুমিরকে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আম জনতার মনে। কেউ কেউ দাবি করছেন একসঙ্গে তারা জলে দুটো মেছো কুমির দেখেছেন। (রাহী হালদার)
গঙ্গায় ভেসে বেড়াচ্ছেন তিনি আর আতঙ্ক ছড়িয়ে ডাঙায়। বিগত বেশ কিছুদিন ধরে হুগলির কোন্নগরও হিন্দমোটর এলাকার গঙ্গার ঘাটে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে বেশ কিছু মেছো কুমিরকে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আম জনতার মনে। কেউ কেউ দাবি করছেন একসঙ্গে তারা জলে দুটো মেছো কুমির দেখেছেন। (রাহী হালদার)
কোন্নগর ফেরিঘাট নৌকা পারের এক নৌকা চালক তিনি ফোনে ভিডিও করেছেন জলে মেছো কুমিরের ভেসে বেড়ানোর। তিনি দাবি করছেন তিনি একবার একসঙ্গে দুটি মেছো কুমিরকে জলে ভাসতে দেখেছেন যাদের দৈর্ঘ্য কম করে দশ ফুট এর থেকেও বেশি। তাই দেখে চোখ কপালে উঠেছিল যাত্রীদের।
কোন্নগর ফেরিঘাট নৌকা পারের এক নৌকা চালক তিনি ফোনে ভিডিও করেছেন জলে মেছো কুমিরের ভেসে বেড়ানোর। তিনি দাবি করছেন তিনি একবার একসঙ্গে দুটি মেছো কুমিরকে জলে ভাসতে দেখেছেন যাদের দৈর্ঘ্য কম করে দশ ফুট এর থেকেও বেশি। তাই দেখে চোখ কপালে উঠেছিল যাত্রীদের।
তার দাবি বিগত বছর কয়েকের মধ্যেই এই কুমিরের এত উপদ্রব বেড়েছে গঙ্গায়। মানুষজন ভয় পাচ্ছে গঙ্গায় চান করতে নামতে।
তার দাবি বিগত বছর কয়েকের মধ্যেই এই কুমিরের এত উপদ্রব বেড়েছে গঙ্গায়। মানুষজন ভয় পাচ্ছে গঙ্গায় চান করতে নামতে।
স্থানীয়দের অভিযোগ, বন দফতর থেকে কিছু একটা ব্যবস্থা করুন বিষয়টিতে। মানুষের মনে ভয় সৃষ্টি হচ্ছে। প্রশাসন বা পৌরসভা কোন কেউই এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছো না।
স্থানীয়দের অভিযোগ, বন দফতর থেকে কিছু একটা ব্যবস্থা করুন বিষয়টিতে। মানুষের মনে ভয় সৃষ্টি হচ্ছে। প্রশাসন বা পৌরসভা কোন কেউই এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছো না।
যদি এর উপরে পদক্ষেপ নেওয়া হয় তাহলে স্থানীয় মানুষজন যে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা গঙ্গায় চান করতে নামতে পারছেন না গঙ্গার ঘাটে আসতে পারছেন না। তা দূর হবে।
যদি এর উপরে পদক্ষেপ নেওয়া হয় তাহলে স্থানীয় মানুষজন যে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা গঙ্গায় চান করতে নামতে পারছেন না গঙ্গার ঘাটে আসতে পারছেন না। তা দূর হবে।
বেশ কিছুদিন যাবৎ প্রতিদিনই কোন্নগর হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় রাজার মতন বিচরণ করছেন মেছ কুমির বা ঘড়িয়াল। সাঁতার কেটে মাছ শিকার করে বেড়াচ্ছেন বেড়াচ্ছে তিনি। জল যদিও তাদের বাসস্থান তবে মানুষের এই নতুন প্রতিবেশী যে ভয় ধরাচ্ছে মনের মধ্যে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিস্তর।

বেশ কিছুদিন যাবৎ প্রতিদিনই কোন্নগর হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় রাজার মতন বিচরণ করছেন মেছ কুমির বা ঘড়িয়াল। সাঁতার কেটে মাছ শিকার করে বেড়াচ্ছেন বেড়াচ্ছে তিনি। জল যদিও তাদের বাসস্থান তবে মানুষের এই নতুন প্রতিবেশী যে ভয় ধরাচ্ছে মনের মধ্যে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিস্তর।