কীভাবে ঠিক করা যাবে? স্প্লিট এসির ফিল্টার প্রতি তিন মাস অর্থাৎ ৯০ দিন অন্তর পরিষ্কার করতে হবে। এ কারণে ধুলোবালি ও মাটি ফিল্টারে থাকে না এবং ড্রেনেজ পাইপলাইনে ময়লা জমে কোনও সমস্যা হয় না।

কোন কোম্পানির এসি ভারতে বেশি চলে? AC এখনও না কিনলে জেনে নিন, লাভই হবে

আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। ফলে গরম থেকে নিষ্কৃতির সম্ভাবনা। তবে এখনও যা গরম, তাতে বাড়িতে এসি না চালিয়ে অনেকেই থাকতে পারছেন না।
আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। ফলে গরম থেকে নিষ্কৃতির সম্ভাবনা। তবে এখনও যা গরম, তাতে বাড়িতে এসি না চালিয়ে অনেকেই থাকতে পারছেন না।
এখন ইনভার্টার স্প্লিট এসির বিক্রি বেশি। ইনভার্টার এসিতে ইলেকট্রিক বিলের সাশ্রয় হয়। তবে এসি কেউ এক টনের কেনেন, কেউ দেড়া বা ২ টনের।
এখন ইনভার্টার স্প্লিট এসির বিক্রি বেশি। ইনভার্টার এসিতে ইলেকট্রিক বিলের সাশ্রয় হয়। তবে এসি কেউ এক টনের কেনেন, কেউ দেড়া বা ২ টনের।
ঘরের সাইজ যেমন তার উপর এসির টন নির্ভর করে। বিক্রির হার বলছে, এবছর বাজারে দেড় টন এসির চাহিদা ছিল সব থেকে বেশি।
ঘরের সাইজ যেমন তার উপর এসির টন নির্ভর করে। বিক্রির হার বলছে, এবছর বাজারে দেড় টন এসির চাহিদা ছিল সব থেকে বেশি।
তবে অনেকেই জানেন না, ২০২৩-২৪ আর্থিক বর্ষে ভারতের বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে কোন সংস্থার এসি! আজ আমরা সেই সংস্থার নাম বলব। দেখুন তো, আপনিও কি সেই সংস্থার এসি ব্যাবহার করেন!
তবে অনেকেই জানেন না, ২০২৩-২৪ আর্থিক বর্ষে ভারতের বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে কোন সংস্থার এসি! আজ আমরা সেই সংস্থার নাম বলব। দেখুন তো, আপনিও কি সেই সংস্থার এসি ব্যাবহার করেন!
ভারতে ২০২৩-২৪ অর্থবর্ষে সব থেকে বেশি বিক্রি হয়েছে Voltas-এর এসি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ মিলিয়নের বেশি ইউনিট বিক্রি করা হয়েছে দেশজুড়ে।
ভারতে ২০২৩-২৪ অর্থবর্ষে সব থেকে বেশি বিক্রি হয়েছে Voltas-এর এসি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ মিলিয়নের বেশি ইউনিট বিক্রি করা হয়েছে দেশজুড়ে।
এসি বিক্রিতে এই সংস্থার গ্রোথ রেট ৩৫ শতাংশ। আর কোনও সংস্থা এক অর্থবর্ষে এত বেশি এসি ইউনিট বিক্রির রেকর্ড করতে পারেনি আগে।
এসি বিক্রিতে এই সংস্থার গ্রোথ রেট ৩৫ শতাংশ। আর কোনও সংস্থা এক অর্থবর্ষে এত বেশি এসি ইউনিট বিক্রির রেকর্ড করতে পারেনি আগে।
যদিও ভারতে বহু সংস্থার এসি বিক্রি হয়। আর প্রায় প্রতিটি সংস্থাই সুনামের সঙ্গে ব্যবসা করছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের নিজস্ব পছন্দ থাকে। আরেকটা জিনিসের উপর বিক্রি নির্ভর করে। তা হল রেটিং।
যদিও ভারতে বহু সংস্থার এসি বিক্রি হয়। আর প্রায় প্রতিটি সংস্থাই সুনামের সঙ্গে ব্যবসা করছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের নিজস্ব পছন্দ থাকে। আরেকটা জিনিসের উপর বিক্রি নির্ভর করে। তা হল রেটিং।