Happiest City: সুখের ফোয়ারা! পৃথিবীর কোন কোন শহরে সুখের বন্যা? ভারতের কোন ২ শহর এই তালিকায়?

*বিশ্বের শত শত দেশ, আর তাতে কোটি কোটি মানুষের বাস। প্রশ্ন হল, মানুষ কি নিজ নিজ জায়গায় সুখী? সেই তথ্য একেকজনের উপরে ভিত্তি করে বলা একেবারেই অসম্ভব। তাই শহরের উপরে ভিত্তি করে মানুষের সুখের হদিশ মিলতে পারে। সুখের জন্য ব্রিটেনের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কোয়ালিটি অব লাইফ ২০২৪-র সুখী শহরের তালিকা প্রকাশ করেছে।
*বিশ্বের শত শত দেশ, আর তাতে কোটি কোটি মানুষের বাস। প্রশ্ন হল, মানুষ কি নিজ নিজ জায়গায় সুখী? সেই তথ্য একেকজনের উপরে ভিত্তি করে বলা একেবারেই অসম্ভব। তাই শহরের উপরে ভিত্তি করে মানুষের সুখের হদিশ মিলতে পারে। সুখের জন্য ব্রিটেনের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কোয়ালিটি অব লাইফ ২০২৪-র সুখী শহরের তালিকা প্রকাশ করেছে।
*মানুষের সুখের ভিত্তি কী হতে পারে? এই সুখ সকলের জন্যই আলাদা আলাদা। ফলে তা পরিমাপ করা কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু একটি দেশ, রাজ্য বা শহরের সুখ নির্দিষ্ট স্কেল দিয়ে বিচার যায়। এসবের ওপর ভিত্তি করে দ্য ইনস্টিটিউট অব কোয়ালিটি অব লাইফ 'হ্যাপি সিটি' ইনডেক্স প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি।
*মানুষের সুখের ভিত্তি কী হতে পারে? এই সুখ সকলের জন্যই আলাদা আলাদা। ফলে তা পরিমাপ করা কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু একটি দেশ, রাজ্য বা শহরের সুখ নির্দিষ্ট স্কেল দিয়ে বিচার যায়। এসবের ওপর ভিত্তি করে দ্য ইনস্টিটিউট অব কোয়ালিটি অব লাইফ ‘হ্যাপি সিটি’ ইনডেক্স প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি।
*এই তালিকায় বিশ্বের মোট ২৫০টি দেশ নিজেদের জায়গা করে নিয়েছে। যেগুলো গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ সিটি ক্যাটাগরিতে বিভক্ত। ১-৩৭ তম স্থানে থাকলে গোল্ড সিটি, ৩০-১০০তম স্থানে থাকলে সিলভার সিটি এবং ১০০-২৫০ স্থানে থাকলে ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।
*এই তালিকায় বিশ্বের মোট ২৫০টি দেশ নিজেদের জায়গা করে নিয়েছে। যেগুলো গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ সিটি ক্যাটাগরিতে বিভক্ত। ১-৩৭ তম স্থানে থাকলে গোল্ড সিটি, ৩০-১০০তম স্থানে থাকলে সিলভার সিটি এবং ১০০-২৫০ স্থানে থাকলে ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।
*প্রথমত, যে শহরকে বিশ্বের সবচেয়ে সুখী ঘোষণা করা হয়েছে সেটি ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আরহুস। আরহুসে ৩ লক্ষ ৩৫ হাজার মানুষের বাস। ইতিহাস, শিল্প এবং সুন্দর প্রাকৃতির জন্য বিখ্যাত এই শহর। বিনামূল্যে পাবলিক হেলথ কেয়ার স্কিম, কম বেকারত্ব এবং সামাজিক উন্নতির কারণে এটি শহরকে শীর্ষে রাখা হয়েছে।
*প্রথমত, যে শহরকে বিশ্বের সবচেয়ে সুখী ঘোষণা করা হয়েছে সেটি ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আরহুস। আরহুসে ৩ লক্ষ ৩৫ হাজার মানুষের বাস। ইতিহাস, শিল্প এবং সুন্দর প্রাকৃতির জন্য বিখ্যাত এই শহর। বিনামূল্যে পাবলিক হেলথ কেয়ার স্কিম, কম বেকারত্ব এবং সামাজিক উন্নতির কারণে এটি শহরকে শীর্ষে রাখা হয়েছে।
*দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। তিন নম্বরে জার্মানির প্রাচীন শহর বার্লিন। বার্লিন সেরা পরিবেশের অধীনে থাকায় তৃতীয় স্থান অর্জন করেছে। জুরিখকে নাগরিক, সরকার, অর্থনৈতিক ফ্রন্ট এবং গতিশীলতার উন্নতির জন্য এই র‍্যাঙ্কিং দেওয়া হয়েছে।
*দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। তিন নম্বরে জার্মানির প্রাচীন শহর বার্লিন। বার্লিন সেরা পরিবেশের অধীনে থাকায় তৃতীয় স্থান অর্জন করেছে। জুরিখকে নাগরিক, সরকার, অর্থনৈতিক ফ্রন্ট এবং গতিশীলতার উন্নতির জন্য এই র‍্যাঙ্কিং দেওয়া হয়েছে।
*তালিকার তিন নম্বরে রয়েছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গ, চার নম্বরে নেদারল্যান্ডসের আমস্টারডাম। ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলেও সুখী শহরের তালিকায় এ দেশের হেলসিঙ্কি রয়েছে পঞ্চম স্থানে।
*তালিকার তিন নম্বরে রয়েছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গ, চার নম্বরে নেদারল্যান্ডসের আমস্টারডাম। ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলেও সুখী শহরের তালিকায় এ দেশের হেলসিঙ্কি রয়েছে পঞ্চম স্থানে।
*ভারতের মাত্র দুটি শহর রয়েছে এই ২৫০ সুখী শহরের তালিকায়। ২১০ এবং ২৩২ নম্বরে রয়েছে ভারতের দুই শহর। ভারতের টেক সিটি বেঙ্গালুরু ২১০ নম্বরে এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ২৩০ স্থানাধিকারী।
*ভারতের মাত্র দুটি শহর রয়েছে এই ২৫০ সুখী শহরের তালিকায়। ২১০ এবং ২৩২ নম্বরে রয়েছে ভারতের দুই শহর। ভারতের টেক সিটি বেঙ্গালুরু ২১০ নম্বরে এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ২৩০ স্থানাধিকারী।