ওয়াশিং মেশিন

Washing Machine: জামাকাপড় ধোয়ার পরেও দুর্গন্ধ আসছে? ওয়াশিং মেশিনে কাচার সময় এই ভুল করছেন না তো? নষ্ট হবে যন্ত্রাংশও

*ওয়াশিং মেশিন আমাদের সবার সকলের জীবন অনেক সহজ করে দিয়েছে। আগে জামাকাপড় কাচাকুচি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। ওয়াশিং মেশিন এসে যাওয়ায় সেই কাজ এখন কোনও রকম পরিশ্রম ছাড়াই নিমেষে হয়ে হচ্ছে। সংগৃহীত ছবি। 
*ওয়াশিং মেশিন আমাদের সবার সকলের জীবন অনেক সহজ করে দিয়েছে। আগে জামাকাপড় কাচাকুচি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। ওয়াশিং মেশিন এসে যাওয়ায় সেই কাজ এখন কোনও রকম পরিশ্রম ছাড়াই নিমেষে হয়ে হচ্ছে। সংগৃহীত ছবি।
*মোটা চাদর হোক বা হালকা পাতলা জামা, সোয়েটার হোক কিংবা জ্যাকেট-এই সব কিছুই ওয়াশিং মেশিনে দিয়ে খুব ভাল ভাবে পরিষ্কার করে নেওয়া সম্ভব! যাইহোক, ইলেকট্রনিক পণ্যগুলি আমাদের জীবনকে তো সহজ করে তুলেছে, তবে সেগুলিরও সমান ভাবে যত্ন নেওয়া আবশ্যক। সংগৃহীত ছবি। 
*মোটা চাদর হোক বা হালকা পাতলা জামা, সোয়েটার হোক কিংবা জ্যাকেট-এই সব কিছুই ওয়াশিং মেশিনে দিয়ে খুব ভাল ভাবে পরিষ্কার করে নেওয়া সম্ভব! যাইহোক, ইলেকট্রনিক পণ্যগুলি আমাদের জীবনকে তো সহজ করে তুলেছে, তবে সেগুলিরও সমান ভাবে যত্ন নেওয়া আবশ্যক। সংগৃহীত ছবি।
*বেশিরভাগ বাড়িতেই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের যত্ন নেওয়া হয়, তবে আমরা কিছু ছোট ছোট বিষয়ের দিকে নজর দিতে ভুলে যাই। আর ওয়াশিং মেশিন যাতে বছরের পর বছর ধরে টিকে থাকতে পারে এবং জামাকাপড় সঠিক ভাবে ধোওয়া যেতে পারে, তার জন্য কিছু বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি। সংগৃহীত ছবি। 
*বেশিরভাগ বাড়িতেই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের যত্ন নেওয়া হয়, তবে আমরা কিছু ছোট ছোট বিষয়ের দিকে নজর দিতে ভুলে যাই। আর ওয়াশিং মেশিন যাতে বছরের পর বছর ধরে টিকে থাকতে পারে এবং জামাকাপড় সঠিক ভাবে ধোওয়া যেতে পারে, তার জন্য কিছু বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি। সংগৃহীত ছবি।
*আসলে বেশিরভাগ মানুষ কাপড় কেচেধুয়ে নেওয়ার পরেই ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করে দেন। কিন্তু এতে কতটা ক্ষতি হতে পারে, সেটা তাঁরা টেরও পান না। এর ফলে মেশিনের ড্রামে আর্দ্রতা থেকে যাওয়ার তৈরি হয়। এখানেই শেষ নয়, এতে দুর্গন্ধও সৃষ্টি হয়। সংগৃহীত ছবি। 
*আসলে বেশিরভাগ মানুষ কাপড় কেচেধুয়ে নেওয়ার পরেই ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করে দেন। কিন্তু এতে কতটা ক্ষতি হতে পারে, সেটা তাঁরা টেরও পান না। এর ফলে মেশিনের ড্রামে আর্দ্রতা থেকে যাওয়ার তৈরি হয়। এখানেই শেষ নয়, এতে দুর্গন্ধও সৃষ্টি হয়। সংগৃহীত ছবি।
*আর্দ্রতার কারণে ছত্রাক বৃদ্ধি হতে পারে। আর পরের বার কাপড় কাচার সময় জামাকাপড়েও দুর্গন্ধ হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই যখনই কাপড় ধোওয়া হয়ে যাবে, তখন ওয়াশিং মেশিনের ঢাকনা কিছু সময়ের জন্য খুলে রাখতে হবে। সংগৃহীত ছবি। 
*আর্দ্রতার কারণে ছত্রাক বৃদ্ধি হতে পারে। আর পরের বার কাপড় কাচার সময় জামাকাপড়েও দুর্গন্ধ হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই যখনই কাপড় ধোওয়া হয়ে যাবে, তখন ওয়াশিং মেশিনের ঢাকনা কিছু সময়ের জন্য খুলে রাখতে হবে। সংগৃহীত ছবি।
*ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিংবা টপ লোড কিংবা সেমি-অটোমেটিক সমস্ত ধরনের মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য। এমনটা করলে আর্দ্রতা তৈরি হবে না। আর জামাকাপড়ও ভাল থাকবে। সংগৃহীত ছবি। 
*ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিংবা টপ লোড কিংবা সেমি-অটোমেটিক সমস্ত ধরনের মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য। এমনটা করলে আর্দ্রতা তৈরি হবে না। আর জামাকাপড়ও ভাল থাকবে। সংগৃহীত ছবি।
*তবে ঢাকনা বন্ধ করার ক্ষেত্রে যদি ভুল হয়েও যায়, তাহলে কিছু উপকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করা সম্ভব। ওয়াশিং মেশিনে সুগন্ধ পাওয়ার জন্য বেকিং সোডা এবং জল ব্যবহার করতে হবে। সংগৃহীত ছবি। 
*তবে ঢাকনা বন্ধ করার ক্ষেত্রে যদি ভুল হয়েও যায়, তাহলে কিছু উপকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করা সম্ভব। ওয়াশিং মেশিনে সুগন্ধ পাওয়ার জন্য বেকিং সোডা এবং জল ব্যবহার করতে হবে। সংগৃহীত ছবি।
*১/৪ কাপ জলে ১/৪ কাপ বেকিং সোডা গুলে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর মেশিনের ডিটারজেন্টের পাত্রে এই মিশ্রণ ঢেলে দিতে হবে। তারপরে এই বেকিং সোডা মিশ্রণের মধ্যে ভিনিগার মিশিয়ে নিয়ে রেগুলার সাইকেল মেশিনটি চালাতে হবে। এর জন্য শুধুমাত্র স্পিন অথবা বা রিন্স নয়, বরং একটি সম্পূর্ণ সাইকেল সেটিং ব্যবহার করতে হবে। সংগৃহীত ছবি।
*১/৪ কাপ জলে ১/৪ কাপ বেকিং সোডা গুলে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর মেশিনের ডিটারজেন্টের পাত্রে এই মিশ্রণ ঢেলে দিতে হবে। তারপরে এই বেকিং সোডা মিশ্রণের মধ্যে ভিনিগার মিশিয়ে নিয়ে রেগুলার সাইকেল মেশিনটি চালাতে হবে। এর জন্য শুধুমাত্র স্পিন অথবা বা রিন্স নয়, বরং একটি সম্পূর্ণ সাইকেল সেটিং ব্যবহার করতে হবে। সংগৃহীত ছবি।