KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে নিজের পুরনো অস্ত্র নামাচ্ছেন গৌতম গম্ভীর! থাকবে বড় চমক? জানুন বিস্তারিত

আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।