Pension Schemes For Women: মহিলাদের জন্য সরকারি প্রকল্প, প্রতি মাসে মিলবে পেনশন, তবে শর্ত প্রযোজ্য

বিভিন্ন সময়ে মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তেমনই একটি প্রকল্প হল ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন যোজনা’। বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হয়েছেন যে সব মহিলারা, তাঁদের এই প্রকল্পে ভাতা দেওয়া হয়।
বিভিন্ন সময়ে মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তেমনই একটি প্রকল্প হল ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন যোজনা’। বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হয়েছেন যে সব মহিলারা, তাঁদের এই প্রকল্পে ভাতা দেওয়া হয়।
বর্তমানে এই স্কিম বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু রয়েছে। রাজস্থানে এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন স্কিম’।
বর্তমানে এই স্কিম বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু রয়েছে। রাজস্থানে এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন স্কিম’।
আগেই বলা হয়েছে, এই প্রকল্পে বিধবা, বিবাহবিচ্ছিন্না এবং নিঃসঙ্গ মহিলাদের (যে মহিলারা বিয়ের পর একা থাকতে বাধ্য হন) পেনশন দেয় রাজস্থান সরকার। বয়স অনুপাতে পেনশনের পরিমাণ নির্ভর করে। যাতে একাকী মহিলারা গৃহস্থালির খরচ চালাতে পারেন, কোনও অসুবিধায় পড়তে না হয়।
আগেই বলা হয়েছে, এই প্রকল্পে বিধবা, বিবাহবিচ্ছিন্না এবং নিঃসঙ্গ মহিলাদের (যে মহিলারা বিয়ের পর একা থাকতে বাধ্য হন) পেনশন দেয় রাজস্থান সরকার। বয়স অনুপাতে পেনশনের পরিমাণ নির্ভর করে। যাতে একাকী মহিলারা গৃহস্থালির খরচ চালাতে পারেন, কোনও অসুবিধায় পড়তে না হয়।
এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, ৫৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ৭৫০ টাকা এবং ৬০ থেকে ৭৫ বছর বয়সী মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়। যে সব মহিলাদের বয়স ৭৫ বছরের বেশি, তাঁরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেনশন পান।
এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, ৫৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ৭৫০ টাকা এবং ৬০ থেকে ৭৫ বছর বয়সী মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়। যে সব মহিলাদের বয়স ৭৫ বছরের বেশি, তাঁরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেনশন পান।
প্রকল্পে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। তাছাড়া রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এবং নথিও পেশ করতে হবে। এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য মহিলা আবেদনকারীদের রাজস্থানের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
প্রকল্পে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। তাছাড়া রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এবং নথিও পেশ করতে হবে। এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য মহিলা আবেদনকারীদের রাজস্থানের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
জীবনযাপনের জন্য নিয়মিত আয়ের কোনও উৎস নেই, এমন মহিলারাই এই স্কিমে আবেদন করতে পারেন। একমাত্র দরিদ্র মহিলারাই এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারেন। আরও স্পষ্ট করে বললে, যে সব মহিলার বার্ষিক আয় ৪৮ হাজার টাকার কম, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
জীবনযাপনের জন্য নিয়মিত আয়ের কোনও উৎস নেই, এমন মহিলারাই এই স্কিমে আবেদন করতে পারেন। একমাত্র দরিদ্র মহিলারাই এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারেন। আরও স্পষ্ট করে বললে, যে সব মহিলার বার্ষিক আয় ৪৮ হাজার টাকার কম, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
আবেদন করার জন্য, দুঃস্থ মহিলাদের অফিসিয়াল পোর্টালে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে (https://ssp.rajasthan.gov.in/LoginContent/MidLogin.aspx)।
আবেদন করার জন্য, দুঃস্থ মহিলাদের অফিসিয়াল পোর্টালে দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে (https://ssp.rajasthan.gov.in/LoginContent/MidLogin.aspx)।
এরপর আবেদনপত্র-সহ একটি পৃষ্ঠা খুলে যাবে। এতে যাবতীয় তথ্য পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচড করে দিতে হবে। আবেদন করার সময় আধার কার্ড, জন্ম শংসাপত্র, রেশন কার্ড, আবাসিক শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ (কারণ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে), আবেদনকারী মহিলার পাসপোর্ট সাইজের ছবি এবং মহিলার আয় ঘোষণার ফর্ম প্রয়োজন।
এরপর আবেদনপত্র-সহ একটি পৃষ্ঠা খুলে যাবে। এতে যাবতীয় তথ্য পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচড করে দিতে হবে। আবেদন করার সময় আধার কার্ড, জন্ম শংসাপত্র, রেশন কার্ড, আবাসিক শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ (কারণ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে), আবেদনকারী মহিলার পাসপোর্ট সাইজের ছবি এবং মহিলার আয় ঘোষণার ফর্ম প্রয়োজন।