বিজেপি প্রার্থী দেবাশীষ ধর 

Bjp Candidate: বীরভূমের BJP প্রার্থীর মনোনয়ন বাতিল! অ্যাডভান্টেজ শতাব্দী, তবে লড়াই জিইয়ে রাখল পদ্ম শিবির

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। এদিন চলছেদ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ।সামনের মাসের ১৩ তারিখ বীরভূমে লোকসভা নির্বাচন।আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণেই মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন৷ এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি।

এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য এর নামে মনোনয়ন পত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি। তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিষ ধর।বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ ধর কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয়৷

আরও পড়ুন: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷

১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। এদিন মনোনয়ন স্কুটনির দিন ছিল৷ তাতে দেবাশিষবাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন। তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়েই এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। ২৫ মে সিউড়ি জেলা শাসকের দফতরেতিনি বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন৷ তবে, মনোনয়ন পত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিষ ধর, এমনটাই জানান তিনি।

— সৌভিক রায়