জোড়া টিকায় করোনা যুদ্ধে এগিয়ে ভারত, মোদির ভূয়সী প্রশংসায় হু প্রধান

#জেনেভা: করোনা যুদ্ধে বাকি দেশগুলির তুলনায় ভারত আজ অনেকটাই এগিয়ে৷ নতুন বছরের শুরুতেই করোনার দুই টিকা-কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ছাড়পত্র ভারতের হাত আরও শক্ত করেছে কোভিড মোকাবিলায় ৷

মহামারীকে ধ্বংস করতে ভারতের এই বলিষ্ঠ পদক্ষেপে মুগ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ মঙ্গলবার সকালে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস৷ তিনি মোদিকে ট্যাগ করে লিখলেন, “করোনাকে শেষ করতে ভারত একের পর নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছে৷ আফ্রিকা ও ইউরোপ মিলিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম করোনা টিকা প্রস্তুতকারক দেশ হিসেবে ভারত আজ দৃষ্টান্ত স্থাপন করেছে৷ আমাদের নিশ্চিত করতে হবে যে, সুরক্ষার স্বার্থে যেন সর্বত্র কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন ব্যবহার করতে পারি৷”

ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম টিকা প্রস্তুতকারক দেশ৷ সৌজন্যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া৷ এই দেশ অ্যাস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স ও গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের টিকা বিরাট ভাবে উৎপাদনের অনুমোদন পেয়েছে৷ প্রায় ১৩০ কোটির এই দেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ঘরোয়া টিকাকরণ কর্মসূচিও করতে চলেছে৷

ভারতের এরকম টিকাকরণের কর্মমূচির ট্র্যাক রেকর্ডও দুর্দান্ত৷ অতীতে পোলিও ও কলেরার মতো রোগকেও ভারত ধ্বংস করতে সক্ষম হয়েছে৷ কিছু দিনের মধ্যেই করোনার টিকা দেওয়া শুরু হয়ে যাবে৷ প্রথমে এই টিকা স্বাস্থ্যকর্মীরা পাবেন৷ তারপর যারা সামনে থেকে করোনার মোকাবিলা করছেন, তাঁদের দেওয়া হবে করোনার প্রতিষেধক৷ এরপর ৬-৮ মাসের মধ্যে দেশের ২৫০ মিলিয়ন মানুষকে দেওয়ার ভাবনা রয়েছে৷