রোমার পাশে দাঁড়িয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই। তাঁর সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন তাঁরা। তাঁকে যে সব কটূ এবং অশালীন কথা বলা হচ্ছে তারও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।” আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, “রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল।

Roma Michael: কে এই রোমা মাইকেল? বিকিনি পরে র‍্যাম্পে হাঁটায় পাকিস্তানি তরুণীকে গালিগালাজ, ভাইরাল ভিডিও

বিকিনি পরে র‍্যাম্পে হাঁটছেন পাকিস্তানি তরুণী! এমন দৃশ্য দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। আর পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ছিছিক্কার। ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’-এর সেই ভিডিও নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।
বিকিনি পরে র‍্যাম্পে হাঁটছেন পাকিস্তানি তরুণী! এমন দৃশ্য দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। আর পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ছিছিক্কার। ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’-এর সেই ভিডিও নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।
নারী ক্ষমতায়ণের দিকে কদম কদম এগোচ্ছে গোটা বিশ্ব। সামাজিক ট্যাবুগুলিকে যতটা সম্ভব ঝেড়ে ফেলার চেষ্টা চলছে। কিন্তু ভিডিও সামনে আসতেই ওই তরুণীকে 'অশ্লীল' বলে দেগে দিয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা। রীতিমতো বিষ ওগরাচ্ছেন তাঁরা। বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখে না বেশিরভাগ সমাজই। তাঁদের মতে, বিকিনি একটা পোশাক। তার আবার শ্লীল-অশ্লীল কী! তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়।
নারী ক্ষমতায়ণের দিকে কদম কদম এগোচ্ছে গোটা বিশ্ব। সামাজিক ট্যাবুগুলিকে যতটা সম্ভব ঝেড়ে ফেলার চেষ্টা চলছে। কিন্তু ভিডিও সামনে আসতেই ওই তরুণীকে ‘অশ্লীল’ বলে দেগে দিয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা। রীতিমতো বিষ ওগরাচ্ছেন তাঁরা।
বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখে না বেশিরভাগ সমাজই। তাঁদের মতে, বিকিনি একটা পোশাক। তার আবার শ্লীল-অশ্লীল কী! তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়।
কিন্তু পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা সে সব মানতে নারাজ। এই পরিস্থিতিতে পড়শি দেশে নারীর অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন? তিনি রোমা মাইকেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন রোমা নিজেই। তারপরই শুরু হয় আক্রমণ। রোমার দিকে ধেয়ে আসতে থাকে কটূকাটব্য। শেষে বাধ্য হয়ে ভিডিওটি সরিয়ে দেন রোমা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা বিশ্বেই পাকিস্তানি মডেলের বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার দৃশ্য।
কিন্তু পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা সে সব মানতে নারাজ। এই পরিস্থিতিতে পড়শি দেশে নারীর অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন? তিনি রোমা মাইকেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন রোমা নিজেই। তারপরই শুরু হয় আক্রমণ। রোমার দিকে ধেয়ে আসতে থাকে কটূকাটব্য। শেষে বাধ্য হয়ে ভিডিওটি সরিয়ে দেন রোমা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা বিশ্বেই পাকিস্তানি মডেলের বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার দৃশ্য।
রোমার পাশে দাঁড়িয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই। তাঁর সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন তাঁরা। তাঁকে যে সব কটূ এবং অশালীন কথা বলা হচ্ছে তারও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।” আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, “রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল।
রোমার পাশে দাঁড়িয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই। তাঁর সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন তাঁরা। তাঁকে যে সব কটূ এবং অশালীন কথা বলা হচ্ছে তারও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।” আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, “রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল।
হিজাব ছাড়া র‍্যাম্পে নেমে আলোড়ন ফেলে দিয়েছেন। আপনার এই সিদ্ধান্ত সাংস্কৃতিক এবং ব্যক্তিস্বাধীনতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। শুভকামনা রোমা।” রোমা পেশায় মডেল এবং অভিনেত্রী। ‘দিল্লি গেট’, ‘কহে দিল জিধর’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও অভিনইয় করেছেন চুটিয়ে।
হিজাব ছাড়া র‍্যাম্পে নেমে আলোড়ন ফেলে দিয়েছেন। আপনার এই সিদ্ধান্ত সাংস্কৃতিক এবং ব্যক্তিস্বাধীনতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। শুভকামনা রোমা।” রোমা পেশায় মডেল এবং অভিনেত্রী। ‘দিল্লি গেট’, ‘কহে দিল জিধর’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও অভিনইয় করেছেন চুটিয়ে।
‘তু জিন্দেগি হ্যায়’, পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তাঁর ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন। দুনিয়াখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শো-তেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
‘তু জিন্দেগি হ্যায়’, পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তাঁর ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন। দুনিয়াখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শো-তেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।