রাহুল দ্রাবিড় নাকি গ্যারি কার্স্টেন, ভারতের সর্বকালের সেরা কোচ কে? চমকে দেওয়া তথ্য

মুম্বই: টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। ২০০০ সালের পর থেকে তিনি টিম ইন্ডিয়ার অষ্টম কোচ। এই সময়ের মধ্যে জন রাইট থেকে রাহুল দ্রাবিড়, সকলেই টিম ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে সব সময় একটা প্রশ্ন থাকে, ভারতীয় দলের সেরা কোচ কে? কেউ গ্যারি কার্স্টেনের নাম নেন, আবার কেউ রাহুল দ্রাবিড়কে সমর্থন করেন এক্ষেত্রে।

কার্স্টেনের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০১১ বিশ্বকাপ জিতেছিল। রাহুল  দ্রাবিড়ের কোটিং টিম ইন্ডিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। এবার আমরা আপনাদের সামনে কিছু পরিসংখ্যান তুলে ধরব। সেটি দেখে আপনারা নিজেরাই বিচার করতে পারবেন, এখনও পর্যন্ত ভারতীয় দলের সেরা কোচ কে!

আরও পড়ুন- এবারে লাল বলের ক্রিকেটে অর্শদীপ! বর্ডার-গাভাসকার ট্রফিতে হতে পারে অভিষেক

নিউজিল্যান্ডের জন রাইট ২০০০ সালে ভারতের কোচ হন। ২০০৫ সাল পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার কোচ ছিলেন। এই সময়ের মধ্যে ভারত তিনটি ফরম্যাটে ১৮২টি ম্যাচ খেলেছে। ভারত ৮৯টি জয় পেয়েছে এবং ৭১টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। জন রাইটের জয়ের শতাংশ ছিল ৪৮.৯।

অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ২০০৫ সালে ভারতের কোচ হন। তিনি ২০০৭ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। তাঁর কোচিংয়ে ৮১টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এই সময়ের মধ্যে ভারত জিতেছে ৪০টি ম্যাচে। ৩১ ম্যাচে ভারত হেরেছে। গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে ভারতের জয়ের হার ছিল ৪৯.৪।

২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন। তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল। কার্স্টেনের তত্ত্বাবধানে ভারত ১৪৪টি ম্যাচ খেলে ৮৫টিতে জিতেছে। ৪৪ ম্যাচে হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের হার ছিল ৫৯।

আরও পড়ুন- কোথায় সম্পূর্ণ ফ্রি-তে কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্স ২০২৪? রইল সব তথ্য

জিম্বাবোয়ের ডানকান ফ্লেচার ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের কোচ ছিলেন। এই সময়ের মধ্যে টিম ইন্ডিয়া ১৭১টি ম্যাচের ৯১টি জিতেছে। ৬২ ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে। ভারতের জয়ের হার ছিল ৫৩.৮।

ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোচের পদে ছিলেন। এই সময়ের মধ্যে ভারত ৩৭টি ম্যাচে ২৩টি জয় পেয়েছে। ৮টি ম্যাচে হেরেছে ভারত। কুম্বলের কোচিংয়ে জয়ের হার ছিল ৬২.১।

—- Polls module would be displayed here —-

কুম্বলের পর ২০১৭ সালে কোচ হন রবি শাস্ত্রী। তিনি ২০২১ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। শাস্ত্রীর কোচিংয়ে টিম ইন্ডিয়া ১৮৪টি ম্যাচের ১২১ টি জয় পেয়েছে। ৫৩ ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে। ভারতের জয়ের হার ছিল ৬৫.৮।

২০২১ সালে রবি শাস্ত্রীর পরে কোচ হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।

এর পর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তিনি কোচ থাকাকালীন ভারত ১৪৪টি ম্যাচ খেলেছে। এই সময়ের মধ্যে ১০৩টি ম্যাচ জিতেছে এবং ৩৬টি হেরেছে ভারতীয় দল। ভারতের জয়ের হার ছিল ৭১.৫।