ফিল্ডিং-এর ‘রাজা’, সেই জন্টি রোডসের চোখে ভারতের সেরা ফিল্ডার কে? শুনে নিন

ভারতীয় দলে এখন ফিটনেস শেষ কথা। এই পরম্পরা শুরু হয়েছিল ধোনির আমলে। তার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার সময়েও ফিটনেস বজায় রাখার এই ধারা অব্যহত রয়েছে।
ভারতীয় দলে এখন ফিটনেস শেষ কথা। এই পরম্পরা শুরু হয়েছিল ধোনির আমলে। তার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার সময়েও ফিটনেস বজায় রাখার এই ধারা অব্যহত রয়েছে।
ভারতীয় দলে এখন একাধিক দুরন্ত ফিল্ডার রয়েছে। সূর্যকুমার, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের হাত ফস্কে বল গলা মুশকিল।
ভারতীয় দলে এখন একাধিক দুরন্ত ফিল্ডার রয়েছে। সূর্যকুমার, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের হাত ফস্কে বল গলা মুশকিল।
এখন প্রশ্ন হল, সারা দুনিয়া যাঁকে ফিল্ডিং-এর রাজা বলে মনে করে, সেই জন্টি রোডসের চোখে ভারতীয় দলের সেরা ফিল্ডার কে বা কারা!
এখন প্রশ্ন হল, সারা দুনিয়া যাঁকে ফিল্ডিং-এর রাজা বলে মনে করে, সেই জন্টি রোডসের চোখে ভারতীয় দলের সেরা ফিল্ডার কে বা কারা!
সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন জন্টি। তিনি জানিয়েছেন, তাঁর চোখে ভারতের সর্বকালের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না। তিনি রায়না ও জাদেজার ফ্যান বলেও জানিয়েছেন।
সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন জন্টি। তিনি জানিয়েছেন, তাঁর চোখে ভারতের সর্বকালের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না। তিনি রায়না ও জাদেজার ফ্যান বলেও জানিয়েছেন।
জন্টি আরও বলেছেন, আধুনিক ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জাদেজা। মাঠে তাঁর মতো চনমনে, ছটফটে ভাব খুব কম ক্রিকেটারের মধ্যে তিনি দেখেছেন বলে দাবি করেছেন।
জন্টি আরও বলেছেন, আধুনিক ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জাদেজা। মাঠে তাঁর মতো চনমনে, ছটফটে ভাব খুব কম ক্রিকেটারের মধ্যে তিনি দেখেছেন বলে দাবি করেছেন।
জন্টি আরও দাবি করেছেন, জাদেজার মতো ফিল্ডার মাঠে থাকলে বোলাররা বাড়তি আত্মবিশ্বাস পায়। এমনকী জাদেজা মাঠে থাকলে বিপক্ষ দল কমপক্ষে ২০-৩০ রান কম করতে পারে।
জন্টি আরও দাবি করেছেন, জাদেজার মতো ফিল্ডার মাঠে থাকলে বোলাররা বাড়তি আত্মবিশ্বাস পায়। এমনকী জাদেজা মাঠে থাকলে বিপক্ষ দল কমপক্ষে ২০-৩০ রান কম করতে পারে।