প্রতিকি চিত্র

Why Alpana is given in Lakshmi Puja: আলপনা দিয়ে পুজো করা হয় মা লক্ষ্মীর, কিন্তু ঠাকুর পুজোয় কেন আলপনা দেওয়ার প্রচলন, কারণ জানলে চমকে যাবেন

লক্ষ্মী পুজোর সঙ্গে আলপনার এক নিবিড় যোগ রয়েছে। গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অঞ্চল সমস্ত জায়গাতেই বাড়ির মহিলারা আলপনা দেন। কিন্তু বর্তমান সময়ে প্লাস্টিকের আলপনার স্টিকার এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে, মানুষজন আলপনা আকার যে শিল্পকলা তার থেকে দূরে সরে আসছিলেন।
লক্ষ্মী পুজোর সঙ্গে আলপনার এক নিবিড় যোগ রয়েছে। গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অঞ্চল সমস্ত জায়গাতেই বাড়ির মহিলারা আলপনা দেন। কিন্তু বর্তমান সময়ে প্লাস্টিকের আলপনার স্টিকার এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে, মানুষজন আলপনা আকার যে শিল্পকলা তার থেকে দূরে সরে আসছিলেন।
এক সময় চালের গুঁড়ো দিয়ে আলপনা করতেন বাড়ির মহিলারা। তারপর চালের গুঁড়ির জায়গা নিল খড়ি মাটি। বর্তমান সময়ে রঙ এবং অয়েল পেইন্টিং-ও ব্যবহার করা হয় আলপনা দেওয়ার জন্য। তবে চালের গুঁড়ি, খড়ি মাটি দিয়ে আলপনার আরও গুরুত্ব রয়েছে।
এক সময় চালের গুঁড়ো দিয়ে আলপনা করতেন বাড়ির মহিলারা। তারপর চালের গুঁড়ির জায়গা নিল খড়ি মাটি। বর্তমান সময়ে রঙ এবং অয়েল পেইন্টিং-ও ব্যবহার করা হয় আলপনা দেওয়ার জন্য। তবে চালের গুঁড়ি, খড়ি মাটি দিয়ে আলপনার আরও গুরুত্ব রয়েছে।
মূলত ঠাকুর পুজোর প্রসাদ পোকামাকড় পিঁপড়ের থেকে দূরে রাখার জন্য আলপনা দেওয়ার প্রচলন শুরু হয়েছিল গ্রাম বাংলায়। আগেকার মানুষটা মনে করতেন না, পোকামাকড় ও পিঁপড়ে ঠাকুর পুজোর ফল বাতাসা মিষ্টি খাওয়ার জন্য উপদ্রব করতে থাকে।
মূলত ঠাকুর পুজোর প্রসাদ পোকামাকড় পিঁপড়ের থেকে দূরে রাখার জন্য আলপনা দেওয়ার প্রচলন শুরু হয়েছিল গ্রাম বাংলায়। আগেকার মানুষটা মনে করতেন না, পোকামাকড় ও পিঁপড়ে ঠাকুর পুজোর ফল বাতাসা মিষ্টি খাওয়ার জন্য উপদ্রব করতে থাকে।
চালের গুঁড়ি দিয়ে আলপনা দিলে, পোকামাকড় পিঁপড়েরা সেই চালের গুঁড়ির চাল এসে খায়। যার ফলে আলপনা পেরিয়ে ঠাকুরের প্রসাদের কাছে কম পৌঁছায় পোকামাকড়। মূলত পোকা পিঁপড়ের উপদ্রব থেকে ঠাকুরের প্রসাদকে বাঁচানোর জন্যই চালু হয়েছিল আলপনা দেওয়ার প্রচলন
চালের গুঁড়ি দিয়ে আলপনা দিলে, পোকামাকড় পিঁপড়েরা সেই চালের গুঁড়ির চাল এসে খায়। যার ফলে আলপনা পেরিয়ে ঠাকুরের প্রসাদের কাছে কম পৌঁছায় পোকামাকড়। মূলত পোকা পিঁপড়ের উপদ্রব থেকে ঠাকুরের প্রসাদকে বাঁচানোর জন্যই চালু হয়েছিল আলপনা দেওয়ার প্রচলন
তবে বর্তমান সময়ে মানুষজন হাতে আঁকা আলপনার বদলে বাজারে পাওয়া যাওয়া চায়না আলপনা বা প্লাস্টিকের আলপনার দিকেই বেশি ঝুঁকছে। তাতে ঘরে আলপনার স্টিকার লাগানো গেল মূল যে কারণে আলপনার তৈরি সেই কারণ থেকেই বিরত থাকছেন গৃহস্থরা।
তবে বর্তমান সময়ে মানুষজন হাতে আঁকা আলপনার বদলে বাজারে পাওয়া যাওয়া চায়না আলপনা বা প্লাস্টিকের আলপনার দিকেই বেশি ঝুঁকছে। তাতে ঘরে আলপনার স্টিকার লাগানো গেল মূল যে কারণে আলপনার তৈরি সেই কারণ থেকেই বিরত থাকছেন গৃহস্থরা