আম গাছ

আম গাছ দেখতে হুড়োহুড়ি! কী এমন আছে গাছে! জানলে অবাক হবেন

বীরভূম: সুস্বাদু ফলের নাম শুনলে প্রথমেই মনে পড়ে আমের কথা।বীরভূম জেলায় এবার আম বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল লক্ষ্য করা যায়নি।

কেউ বলেছেন জলবায়ু পরিবর্তন, কেউ বলছে আবহাওয়া অনুকূলে না থাকায়, কেউ বলছেন অসময়ে বৃষ্টির কারণে এবার আমের মুকুল কম এসেছিল। তবে কৃষি সম্প্রসারণ বিভাগ এগুলো মানতে নারাজ। তারা বলছে, সঠিক সময়ে সঠিক নিয়মে আমবাগান পরিচর্যা না করার কারণে মুকুল কম এসেছে।

মুকুল কম আসায় এবছর চাষিদের মনে ফলন নিয়ে হতাশা দেখা দিয়েছিল।মূলত দেখা যায় মাঘ ফাল্গুন মাস থেকেই আম গাছে মুকুল ধরতে শুরু করে। আর এই সময় মূলত পাকা আম খাওয়ার সময়। তবে বীরভূমে লক্ষ্য করা গেল এক বিস্ময়কর চিত্র।

আরও পড়ুন- ফোনে দু’টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি

অসময়ে আমের মুকুল ধরায় অবাক এলাকার মানুষ। প্রকৃতির খামখেলিপানায় নানা ব্যতিক্রম ঘটনা ঘটে চলেছে, যা আমাদের অবাক করে দেয়।

জুলাই মাসে একটি আম গাছে ব্যাপক মুকুল লক্ষ্য করা গেল। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোকরুল তারা সুন্দরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও গোকরুল জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের ঘটনা। এই অসময়ে একটি আম গাছে ব্যাপক মুকুল ধরায় এলাকার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষকেরা বিস্মিত।

গোকরুল জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনাতন বাদ্যকর জানান, এই বিরল ঘটনা খুবই বিস্ময়কর। বিদ্যালয়ের গেস্ট টিচার অরূপ কুমার চক্রবর্তী বলেন, অসময়ে এই ব্যতিক্রমী ঘটনা তাঁর জীবনে প্রথম।কারণ এই আম গাছে বছরে একবারই মুকুল আসে। তবে সেটা মাঘ ফাল্গুন মাস করে।

আরও পড়ুন- বর্ষাকালে এসি চালান? ‘এই’ ছোট্ট ভুল করলেই বিপদ, খরচ বাড়বে হু হু করে

এলাকার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এই আম গাছটি স্কুল প্রাঙ্গণে রয়েছে। প্রত্যেক বছর আমের মুকুল ধরে সময়ে। তবে এই জুলাই মাসে হঠাৎ করে আমের মুকুল ধরাতে আর এই খবর ছড়িয়ে পড়তেই আম গাছের সঙ্গে সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা।

সৌভিক রায়