গঙ্গা ও পদ্মার ইলিশকে আপনি কাঁচা ইলিশ বলতে পারেন। আর নদীর ইলিশের স্বাদ কিন্তু সব থেকে বেশি। কাঁচা ইলিশে রান্না করা পদ পাদে পড়লে চেটেপুটে খাবেন, গ্যারান্টি।

বাজারে ইলিশ কিনেই এই ফাঁদে পড়ছেন ইলিশপ্রেমীরা! কেন জানেন

ইলিশ মাছ জনপ্রিয় তার স্বাদের জন্য। চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করে না ভোজন রসিক বাঙালি। চলতি বছরে বাজারে ইলিশের দেখা মিলেছে। রূপোলি শস্য উঠে আসায় এখন খুশি বাঙালি খাদ্যরসিকরা। টন টন ইলিশ ধরা পড়ছে দিঘা সহ রাজ্যের বিভিন্ন মৎস্য আরোহণ কেন্দ্রগুলিতে।