Tag Archives: Purba Medinipur News

Bangla News: আরজি কর-কাণ্ডের মধ্যেই তৃণমূল নেতার নার্সিংহোমে ভয়ঙ্কর ঘটনা! অপারেশন থিয়েটারে ঝুলছে কার দেহ!

তমলুক: তমলুকের তৃণমূল নেতার নার্সিংহোমে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! বেসরকারি ওই নার্সিং হোমের অপারেশন থিয়েটার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ওই যুবকের। মৃত যুবক ওই নার্সিং হোমেরই কর্মী। গলায় ফাঁস লাগিয়ে নিজেই আত্মঘাতী হয়েছে বলে নার্সিং হোম কর্তৃপক্ষের দাবি।

তমলুকের আনন্দলোক নার্সিংহোম, বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম সাহেব দাস, বয়স ২৭, তাঁর বাড়ি ময়নার বাকচা এলাকায়। কাজের সূত্রে তমলুকের একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। গত ৭ বছর ধরেই আনন্দলোক নার্সিংহোমে অপারেশন থিয়েটার রুমের কাজে যুক্ত ছিলেন ওই যুবক।

আরও পড়ুন: সব বাড়ির ফ্রিজেই থাকে এই জিনিস, মাত্র সাতদিন মুখে লাগালে ত্বক হবে স্বচ্ছ কাচের মতো! বিউটিশিয়ানের টিপস

সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সেখানকার সহকর্মীরা। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। উল্লেখ্য, নার্সিং হোমটির অন্যতম মালিক চঞ্চল খাঁড়া। যিনি তমলুকের তাম্রলিপ্ত পুরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া তৃণমূলের তমলুক টাউন ব্লকের সভাপতি পদে রয়েছেন। নার্সিং হোমে কর্মী মৃত্যুর বিষয় নিয়ে তিনি অবশ্য কোন মন্তব্য করতে চাননি। ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকের ডাক

নার্সিং হোমের ম্যানেজার শুভংকর মণ্ডল বলেছেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলেই বোঝা যাবে ঘটনাটি ঠিক ঘটেছে।” একথা বলার পাশাপাশি প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে বললেন নার্সিং হোমের ম্যানেজার।

সুজিৎ ভৌমিক

বাজারে ইলিশ কিনেই এই ফাঁদে পড়ছেন ইলিশপ্রেমীরা! কেন জানেন

ইলিশ মাছ জনপ্রিয় তার স্বাদের জন্য। চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করে না ভোজন রসিক বাঙালি। চলতি বছরে বাজারে ইলিশের দেখা মিলেছে। রূপোলি শস্য উঠে আসায় এখন খুশি বাঙালি খাদ্যরসিকরা। টন টন ইলিশ ধরা পড়ছে দিঘা সহ রাজ্যের বিভিন্ন মৎস্য আরোহণ কেন্দ্রগুলিতে।

Purba Medinipur News: অপেক্ষার আর কয়েকদিন! তমলুক রাজবাড়িতে ঢাকে কাঠি! শুরু দুর্গাপুজোর তোড়জোড়

তমলুক: পূর্ব মেদিনীপুর তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজবাড়ি তমলুক রাজবাড়ি। সেখানে এই বছরের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। অতীতের রাজ ঐতিহ্য মেনে ঢাকে কাঠি পড়ে সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর। পূর্ব মেদিনীপুর জেলা সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপুজোর খুঁটিপুজো ঘিরে সাজ সাজ রব রাজবাড়ি জুড়ে। বৈদিক মন্ত্রোচ্চারণে বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটিপুজোয় ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলে।

খসে পড়েছে পলেস্তারা। হারিয়ে গিয়েছে সরগরম রাজসভা কিংবা নাচমহল। ভগ্নস্তুপের মাঝেই স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরাজীর্ণ লাল চুনসুড়কির দেওয়াল। তাও আবার সংস্কারের অভাবে সঙ্কটের মুখে। বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি কৌলিন্য হারালেও সেই সাবেকিয়ানা বজায় রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। আর তারই নিদর্শন হিসেবে পূর্ণ তিথি মেনে ঘটা করে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান। রীতি মেনেই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদিন সকাল থেকেই শুরু হয় পুজোর তোড়জোড়।

তাম্রলিপ্ত আদি সার্বজনীন দুর্গাপূজার মুখ্য উদ্যোক্তা তমলুক পৌরসভার পুরপ্রধান তথা তাম্রলিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়। তিনি বলেন, “তমলুক রাজবাড়ির দুর্গাপুজো একসময়ে বাড়ির মহিলারাই আয়োজন করতেন। মাঝে তা বন্ধ হয়ে যায়। বিগত ১৬ বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গাপুজোর অনুষ্ঠান এখন সর্বজনীন রূপ নিয়েছে। সেই উপলক্ষে জগতের মঙ্গল কামনা করে এদিন খুঁটিপুজোর আয়োজন করা হয়েছে।”

আরও পড়ুন: কলকাতা ফেরার পথে যাত্রীবোঝাই বাসে বড়সড় দুর্ঘটনা! মুখোমুখি লরির সঙ্গে সংঘর্ষ! তারপর…

আরও পড়ুন: খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা! সুন্দরবনে হাহুতাশ মৎস্যজীবীদের

চলতি বছরে ১৭ তম বর্ষে পদার্পণ করেছে। আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে তিথি নক্ষত্র মেনে ঘটা করে চলে পুজো-আচার। ঢাকের তালে-তালে পুজোর আনন্দে মেতে ওঠে কচিকাঁচা থেকে বড়রা সকলেই।

প্রসঙ্গত তমলুক শহরে দুর্গা পুজোর প্রাচীন ইতিহাস রাজবাড়ির সঙ্গেই জড়িত। সেই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় নতুনভাবে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই দুর্গাপুজোর বিগত কয়েক বছর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, এবারও এই দুর্গাপূজার উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এখন থেকেই দুর্গাপুজোনিয়ে সাজো সাজো রব। ২০২৪ সালের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল খুঁটিপুজোর মাধ্যমেই।

সৈকত শী

Kajol Shooting in Bengal: ভোটের মরশুমে বর্ধমানে কাজল! নিরাপত্তার কড়া ঘেরাটোপ, কী করছেন অভিনেত্রী 

পূর্ব বর্ধমান: ভোটের মরশুমেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শ্যুটিং চলছে জনপ্রিয় কাজলের হিন্দি ছবির।  ‘মা’ সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে৷ শনিবার থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কাজলের অভিনয়ের সাক্ষী থাকছে কালিকাপুর রাজবাড়ি। পূর্ব বর্ধমানের আউশগ্রামে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। জঙ্গলঘেরা কালিকাপুর রাজবাড়ি এবং আশপাশের বেশ কিছু জায়গায় শ্যুটিং চলছে।

স্বভাবতই শ্যুটিং ঘিরে ব্যপক উন্মাদনা রয়েছে সম্পূর্ণ গ্রামজুড়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিশাল ফুরিয়া নির্দেশিত এবং অজয় দেবগণের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা’ সিনেমাটি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কাজল। এটি ভূতের সিনমা। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ের পর  পূর্ব বর্ধমানের আদুরিয়া-সহ কালিকাপুর রাজবাড়িতেও শ্যুটিং করতে দেখা যায় কাজলকে।

অজয়ের প্রযোজনায় তৈরি এই ছবিতে  কাজল মায়ের ভূমিকায় থাকবেন বলেই জানা গিয়েছে। বীরভূম জেলার বোলপুরের লাইন প্রোডিউসার কার্তিক শেঠের ব্যবস্থাপনায় ছবির শ্যুটিংয়ের দৃশ্য গ্রহনের কাজ চলছে৷

আরও পড়ুন: এক প্যান্টেই শ্যুটিং! বহু ফ্লপ! সেই নায়কই ৫৭২ কোটির মালিক, বিদেশেও অঢেল সম্পত্তি

আরও পড়ুন: ‘এত খারাপ! ইংলিশ জানে না’! ইংরেজি বলে মহাবিপাকে! কী বলে হাসির খোরাক শুভশ্রী

সাধারণ ভাবেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে বহু সিনেমার শ্যুটিং হয়েছে। ‘পিপ্পা’ ছবির শ্যুটিংও এই জায়গাতেই হয়েছে। এছাড়াও পাভেলের ‘রসগোল্লা’ ছবির দৃশ্যগ্রহনও করা হয়েছে এই জায়গায় ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং কালিকাপুরেই হয়েছে৷ সেরকমই আবার এক ছবির দৃশ্যগ্রহণের সাক্ষী থাকল কালিকাপুর রাজবাড়ি। সূত্রের খবর, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত শ্যুটিং চলবে আউশগ্রামে।

প্রশাসন সূত্রে খবর,আশপাশের প্রত্যেক জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কমবেশি প্রায় ১০০ জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে। এছাড়াও অভিনেত্রীর নিরাপত্তার জন্য রয়েছে বাউন্সার। জনসাধারণের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং এরিয়ায়। তবে স্থানীয় গ্রামবাসীদের স্বাভাবিক জীবনে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই তাঁদের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী