সুপ্রিম কোর্ট৷

Lok Sabha Election 2024: ভিভিপ্যাটে প্রতিটি ভোট গণনা করা সম্ভব কি না, নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নির্বাচনের গণনার সময় ভিভিপ্যাট গোনার বিষয়ে নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভই ও সন্দীপ মিশ্রর বেঞ্চে ভিভিপ্যাট সংক্রান্ত একটি মামলা উঠেছিল৷ সেখানেই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের উত্তর চাওয়া হয়৷ এই আবেদন করেছিলেন আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়াল৷

বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুসারে আবেদনকারীর তরফ থেকে বলা হয়েছিল, প্রতিটি ভোট গোনার ক্ষেত্রে যেন ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হয়৷ পাশাপাশি আবেদন করা হয়, প্রতিটি ভোটার যেন ভিভিপ্যাটে নিজেদের নিজেদের স্লিপ নিজে হাতে জমা দিতে পারে৷ বর্তমানে, প্রতিটি বিধানসভা এলাকায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাট গোনা হয়৷ কিন্তু আদালতের নির্দেশ মানলে সেই বিষয়টি আর চলবে না৷ পাশাপাশি, আবেদনে বলা হয়েছে, প্রতিটি এলাকায় যেন ভিভিপ্যাট সামলানোর জন্য অতিরিক্ত সময় ও অতিরিক্ত আধিকারিক নিয়োগ করা হয়৷

এই আবেদনের ভিত্তিতেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ আদালতের তরফ থেকে নির্দেশ আসার পরেই ট্যুইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ তিনি বলেছেন, এটি আদালতের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷