স্বামীকে গলা টিপে...নৃশংস খুনের পর্দাফাঁস, ময়না তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য, কীভাবে পুলিশের জালে খুনি স্ত্রী?

Murder: স্বামীকে গলা টিপে…নৃশংস খুনের পর্দাফাঁস, ময়না তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য, কীভাবে পুলিশের জালে খুনি স্ত্রী?

মালদহ: বিয়ের পর কয়েক বছর কেটে গিয়েছে। বাড়িতে দুই নাবালক সন্তানও বর্তমান। এরপরও বিবাহবহির্ভূত সম্পর্কের জড়ায় স্ত্রী। প্রতিবাদ করায় গলা টিপে খুন স্বামীকে। এরপর পড়ে গিয়ে মৃত্যু বলে দাবি করে স্ত্রী। স্ত্রীয়ের বিরুদ্ধে ছিল এমনই চাঞ্চল‍্যকর অভিযোগ।  কিন্তু হল না শেষ রক্ষা।ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হতেই পর্দাফাঁস। পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী।

খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা প্রেমিকেরও। হরিশচন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ আগস্ট হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিওয়রের বাসিন্দা সুফল সাহার মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তাঁর স্ত্রী আশা সাহা তখন দাবি করেন, কলের পাড়ে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু, মৃতদেহ দেখে পুলিশের সন্দেহ হয়।

আরও পড়ুন: উত্তাল বঙ্গোপসাগর, নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? বড় আপডেট হাওয়া অফিসের

তাই, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। সেই ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই স্ত্রীর মিথ্যাচারের পর্দাফাঁস। রিপোর্ট থেকে জানা গিয়েছে, সুফল বাবুকে গলা টিপে খুন করা হয়েছে। সুফলের পরিবারের লোকেরাও জানতেন বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামী- স্ত্রীর বিবাদের কথা।

ময়নাতদন্ত রিপোর্টের কথা জানতে পারার পর তাঁদের কাছেও সবটা স্পষ্ট হয়। আশা সাহার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুফলের দাদা জোতিষ সাহা। সেই অভিযোগের ভিত্তিতেই আশাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, ধৃত স্ত্রী খুনের ঘটনা স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। তবে, একা স্ত্রীর পক্ষে খুনের ঘটনার সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে তার প্রেমিক বা আরও কেউ যুক্ত থাকতে পারে। সেইজন্যেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ সমস্তটা খতিয়ে দেখতে চাইছে। নিহতের দাদা জ্যোতিষ সাহা বলেন, ভাই বারবার বিবাহ বহির্ভূত সম্পর্কে আপত্তি করেছে। কিন্তু বৌমা শোনেনি। তবে, এভাবে ভাইকে খুন হতে হবে তা ভাবিনি। দোষীর উপযুক্ত বিচার চাই।