বিশেষজ্ঞ বলে দিলেন সুপার সিক্রেট!

Winter Gardening Tips: ফুলে ফুলে ভরে যাবে বাগান…, শীত আসার আগেই মাটিতে মেশান ‘ছোট্ট’ ছুমন্তর, বিশেষজ্ঞ বলে দিলেন সুপার সিক্রেট!

উত্তর ২৪ পরগনা : বর্তমানে ছাদ বাগানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে টবের মাটি তৈরি করার সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে অনকেই ইচ্ছে থাকলেও সাধের বাগানে ভাল ফুল পান না। এজন্য সঠিক ভাবে টবের জন্য মাটি প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছে দ্রুত বৃদ্ধি ও ভালফলনের জন্য ছাদ বাগানের টবের জন্য মাটি তৈরির সঠিক নিয়ম জানা থাকা জরুরি।

এর জন্য চাই উপযুক্ত জৈব সার। জৈব পদার্থ হল মাটির হৃদপিণ্ড। গাছের জন্য দরকারি মাটির স্বাস্থ্য ভাল রাখার জন্য জৈব সারের জুড়ি মেলা ভার। আর এই জৈব সার আপনি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন।

টবের জন্য ভার্মিকম্পোস্ট সবচেয়ে উপযোগি জৈব সার। এছাড়া গোবর সার, পাতা পচা সার, কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, বাড়িতে তৈরি আবর্জনাও জৈব সার হিসাবে ব্যবহার করা যায়। এর জন্য ৩ বস্তা মাটির সঙ্গে ১ বস্তা গোবর সার, পাতা পচা সার অর্ধেক বস্তা, সরিষার খৈল ৩০০ গ্রাম, ২০০ গ্রাম খাঁটি নিম খোল, হাড়ের গুঁড়ো ২০০ গ্রাম অনুপাতে মেশাতে হবে। আর এভাবেই সার প্রস্তুত করে আপনার সাধের বাগানে রঙিন ফুলে সাজিয়ে তুলতে পারেন।

খোসা ও জীবজন্তুর মৃতদেহ মাটিতে পচে যে পদার্থের সৃষ্টি হয় তাই। জৈব পদার্থ থেকে প্রক্রিয়াজাতকৃত বা রূপান্তরিত সারই হলো জৈব সার। অপরপক্ষে জৈব সার একদিকে যেমন মাটিতে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি উদ্ভিদের পুষ্টি উপাদান সহজলভ্য করে।

জুলফিকার মোল্লা