উদ্ধার হওয়া হস্তি শাবক

জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ! ছুটলেন বনকর্মীরা! তারপর…

ওয়াচ টাওয়ারে বসে হাতির কান্নার আওয়াজ পায় বন দফতর। এরপরেই তড়িঘড়ি সেই কান্নার আওয়াজ শুনে দেড় ঘণ্টা দুর্গম পাহাড়ি পথে ট্রেক করে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা ৷ সেখানে গিয়ে দেখা যায় একটি একটি ভেঙে যাওয়া গাছের নিচে চাপা পড়ে আছে একটি হস্তি শাবক।
ওয়াচ টাওয়ারে বসে হাতির কান্নার আওয়াজ পায় বন দফতর। এর পরই তড়িঘড়ি সেই কান্নার আওয়াজ শুনে দেড় ঘণ্টা দুর্গম পাহাড়ি পথে ট্রেক করে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা ৷ সেখানে গিয়ে দেখা যায় একটি  ভেঙে যাওয়া গাছের নিচে চাপা পড়ে আছে একটি হস্তি শাবক।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে শাবকটিকে উদ্ধারের কাজ৷ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ওই হাতির শাবককে উদ্ধার কর‍তে সক্ষম হয় বনকর্মীরা ।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে শাবকটিকে উদ্ধারের কাজ৷ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ওই হাতির শাবককে উদ্ধার কর‍তে সক্ষম হয় বনকর্মীরা ।
ঘটনাটি ঘটেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আপার ঘোড়ামারা রেঞ্জে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন আপার ঘোড়ামারায় থাকা বন দফতরের টাওয়ারে লাগাতার হাতির কান্নার আওয়াজ ভেসে আসতে শোনেন বনকর্মীরা ।
ঘটনাটি ঘটেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আপার ঘোড়ামারা রেঞ্জে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন আপার ঘোড়ামারায় থাকা বন দফতরের টাওয়ারে লাগাতার হাতির কান্নার আওয়াজ ভেসে আসতে শোনেন বনকর্মীরা ।
হাতির কান্না থেকে বিপদের আভাস পায় বনকর্মীরা ৷ তৎক্ষণাৎ বনকর্মীরা তৎপর হন । কিন্তু ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় দ্রুত বনকর্মীদের একটি বিশেষ দল গঠন করা হয় । প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল ঘোড়ামারা রেঞ্জ থেকে এ দিন সকালে রওনা দেয় ।
হাতির কান্না থেকে বিপদের আভাস পায় বনকর্মীরা ৷ তৎক্ষণাৎ বনকর্মীরা তৎপর হন । কিন্তু ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় দ্রুত বনকর্মীদের একটি বিশেষ দল গঠন করা হয় । প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল ঘোড়ামারা রেঞ্জ থেকে এ দিন সকালে রওনা দেয় ।
অন্যদিকে গোটা ঘটনার মনিটরিং শুরু করেন মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশনের অ্যাসিস্টেন্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তু দাস । লাগাতার ওই টিমের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি । ঘটনাস্থলের কাছাকাছি যেতে হস্তি শাবকের কান্নার আওয়াজ মিললেও বিপদ সম্পর্কে অবগত ছিলেন না বনকর্মীরা ।
অন্যদিকে, গোটা ঘটনার মনিটরিং শুরু করেন মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশনের অ্যাসিস্টেন্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তু দাস । লাগাতার ওই টিমের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি । ঘটনাস্থলের কাছাকাছি যেতে হস্তি শাবকের কান্নার আওয়াজ শুনলেও বিপদ সম্পর্কে অবগত ছিলেন না বনকর্মীরা ।
ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই চমকে ওঠেন তারা। ধসে ভেঙে পড়া দুটি গাছের মাঝে আটকে রয়েছে একটি হস্তিশাবক। এরপর দীর্ঘ প্রচেষ্টায় তাঁরা শাবকটিকে উদ্ধার করে। বর্তমানে শাবকটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে হাতির পালে ফিরিয়ে দেওয়া হয় ।এই বিষয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তু দাস বলেন,
ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই চমকে ওঠেন তাঁরা। ধসে ভেঙে পড়া দুটি গাছের মাঝে আটকে রয়েছে একটি হস্তিশাবক। এরপর দীর্ঘ প্রচেষ্টায় তাঁরা শাবকটিকে উদ্ধার করে। বর্তমানে শাবকটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে হাতির পালে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তু দাস বলেন,  “বনকর্মীরা দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে গিয়ে শাবকটিকে উদ্ধার করে হাতির পালে ফিরিয়েছে । শাবকটি সুস্থ রয়েছে ।