বেআইনি মদ বিক্রেতার বাড়িতে গ্রামের মহিলারা

Hooghly News: বাঁশ লাঠি হাতে গ্রামের মহিলারাই রুখে দিলেন এই বেআইনি কাজ!

হুগলি: বেআইনি মদের ঠেক ভাঙল গ্রামের মহিলারা। লাঠি বাঁশ হাতে নিয়ে বেআইনি মদ বিক্রেতার বাড়িতে গিয়ে তাকে উচিত শিক্ষা দিলেন মহিলা মন্ডলী। ঘটনাটি হুগলির আরামবাগ লোকসভার গোঘাট ২ ব্লকের। বেআইনি মদের ঠেকের কারণেই অশান্তি হচ্ছিল পরিবারে অবশেষে তার রোখার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিলেন গ্রামের মহিলারা।

আরও পড়ুন: শিক্ষিকা ও পুলিশ কর্মী প্রচেষ্টায় রাজস্থান থেকে বাড়ি ফিরলেন ব্যান্ডেলের নিখোঁজ মহিলা

স্থানীয় সূত্রে খবর, গোঘাট দুই ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় দীর্ঘকাল ধরে এক ব্যক্তি বেআইনি ভাবে চোলাই মদ বিক্রি করে আসছিলেন। ওই ব্যক্তির নাম পূণ্য মুদি। তার বাড়িতে বারবার পুলিশে এসে হানা দিয়েছে , বেআইনি মদ  নষ্ট করেছে । কিন্তু পুলিশ চলে গেলে একই কাজে লেগে পড়তেন ওই ব্যক্তি। মহিলারা প্রতিবাদ জানালেও কোনো কথায় গ্রাহ্য করেনি ওই মদ বিক্রেতা। অবশেষে প্রতিবাদ জানাতে মদ বিক্রেতার বাড়িতে লাঠি হাতে গ্রামের মহিলারা।

আরও পড়ুন: বাঁশের ধামা-কুলো তো ব্যবহার করেছেন, জানেন কীভাবে তৈরি হয় এ সব জিনিস?

মহিলাদের বক্তব্য, ওই লোকের কাছে মদ কিনতে আসেন তাদের বাড়ির পুরুষরা। ওখান থেকে মদ খেয়ে গিয়েই একদিকে যেমন বাড়ির টাকা নষ্ট করেন তেমনি বাড়িতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেন। এসব থেকে সুরাহা পেতেই তাদের এই পদক্ষেপ। মহিলারা চাইছেন মদ বিক্রি ছেড়ে জীবন যাপন করার জন্য অন্যান্য কাজ করুক। আর যেন এলাকার এই ধরনের বেআইনি কাজ না হয় তার দিকে নজর দিক প্রশাসন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার