RG Kar Case: স্বাধীনতা দিবসের প্রাক-লগ্নে মেয়েদের ‘রাত দখল’! কলকাতা-সহ আর কোথায় কোথায় জমায়েত

১৪ অগস্টের রাত জাগবে সারা বাংলা। কলকাতা-শহর তথা সারা বাংলা জুড়ে রাস্তায় নামবেন মেয়েরা। স্বাধীনতা দিবসের প্রাক-লগ্নে সারা বাংলা জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল। আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ করে নৃশং খুনের সঠিক তদন্ত এবং বিচার চেয়ে জমায়েত করবেন মহিলা। সেই কর্মসূচীর নাম রাখা হয়েছে ‘মেয়েরা, রাত দখল করো’। প্রাথমিক ভাবে যাদবপুর, অ্যাকাডেমি এবং কলেজস্ট্রিটে এই কর্মসূচী রাখা হলেও বর্তমানে তা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। কোথায় কোথায় হবে জমায়েত, জেনে নেওয়া যাক।

কলেজ স্ট্রিট
একাডেমী অফ ফাইন আর্টস
যাদবপুর এইট বি
পূর্বালোক পার্ক, যাদবপুর
সিঁথির মোড়
ডানলপ খালসা মডেল স্কুল
মধ্যমগ্রাম চৌমাথা মোড়
উত্তরপাড়া সখের বাজার
নীলদর্পণ, বনগাঁ
ব্যারাকপুর স্টেশন
দুর্গাপুর চতুরঙ্গ মাঠ
আরামবাগ, সুধানীল সিনেমাতলা
হাওড়া পাওয়ার হাউস মোড়
হাওড়া মন্দিরতলা
হাওড়া আমতলা
জলপাইগুড়ি সদর হাদপাতাল (পুরনো ভবন, দশতলা নয়)
কোচবিহার দাস ব্রাদার্স মোড়
কোচবিহার সাগরদিঘির পাড়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে
ইছাপুর – স্টোর বাজার
সোদপুর, বি. টি,রোড মোড়
বেহালা শখের বাজার
ব্যারাকপুর
বালি খাল
বালি পাবলিক লাইব্রেরি
সল্টলেক করুণাময়ী হাউজিং এস্টেট গেট ২, বাস স্ট্যান্ডের বিপরীতে
শ্যামবাজার পাঁচ মাথার মোড়
নাগেরবাজার বাস স্টপ
শ্রীরামপুর পূর্ব
শ্রীরামপুর পশ্চিম
শ্রীরামপুর ই এস আই এর বিপরীতে
বাগুইহাটি, কলকাতা
বারাসাত ডাকবাংলো মোড়
রতনপল্লী, বোলপুর
ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট
নিউটাউন বিশ্ব বাংলা গেট
বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি
কোর্ট মোড়, শিলিগুড়ি
পঞ্চুর চক, মেদিনীপুর
শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট
দমদম চাতাল
নবদ্বীপ
বহরমপুর
ক্যানিং
চন্দননগর
এয়ারপোর্ট এক নম্বর গেট
খড়গপুর আই আই টি
ক্লক টাওয়ার (টিক্কা মোড়), খড়গপুর
নৈহাটি পৌরসভা চত্বর
পিপুলপাতি মোড়, চুঁচুড়া (৬:৩০)
চুঁচুড়া ঘড়ির মোড়
গোবরডাঙা (৬:৩০)
অরুণাচল মোড়, খড়দহ স্টেশন রোড
বুনিয়াদপুর বাস স্ট্যান্ড
ইসলামপুর বাস টার্মিনাস
নিউ ব্যারাকপুর মিনিবাস স্ট্যান্ড
হলদিবাড়ি
ব্যান্ডেল স্টেশন চত্বর
অশোকনগর চৌরঙ্গী মোড়
ঋত্বিক সদনের সামনে, কল্যাণী
নেতাজিনগর নারকেল বাগান, টালিগঞ্জ
মিনিবাস স্ট্যান্ড, রানীগঞ্জ

যেগুলোর কন্ট্যাক্ট এখনো অবধি নেই
মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়
শিলিগুড়ি দার্জিলিং মোড়
উত্তরপাড়া কলেজ মোড়
রায়গঞ্জ, ঘড়িমোড়
শান্তিপুর ডাকঘর
বর্ধমান কার্জন গেট চত্বর
হাবড়া ১ নং রেলগেট
ময়নাগুড়ি
চাকদহ থানার মোড়
ধানহাট মোড়, বাদকুল্লা
নিমতা কালচার মোড়
হরিণঘাটা বাজার চৌমাথা, নদীয়া
ঝাড়গ্রাম ,পাঁচ মাথার মোড়
সিঙ্গুর স্কুল মোড়
বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল (নিউ বিল্ডিং-এর সামনে)

পশ্চিমবঙ্গের বাইরেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন

বাঙ্গালোর – সিল্ক রোড জংশন, ফিনিক্স মার্কেট সিটি
মুম্বই – ইনফিনিটি মল, আন্ধেরি ওয়েস্ট