সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন মহিলারা

Malda News: মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মালদহ জেলা, হবিবপুর থানা ক্যাম্পাসেই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র 

মালদহ: মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে মালদহের হবিবপুর থানা। এলাকার মহিলাদের একত্রিত করে বিশেষ সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অভিনব উদ্যোগটি নিয়েছে মালদহ জেলা পুলিশের হবিবপুর থানার।

পুলিশ থানা ক্যাম্পাসের এক প্রান্তে চলছে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ। সঠিক সেলাই শেখানোর জন্য রয়েছেন একজন দক্ষ প্রশিক্ষকও। তিনি সপ্তাহে দুই দিন করে থানায় এসে প্রশিক্ষণ দিচ্ছেন মহিলাদের। থানায় এই ধরণের প্রশিক্ষণ পেয়ে খুশি আশেপাশের মহিলারাও।

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা বসিরহাটে, গ্যারেজের ভাড়া না দেওয়ায় যুবককে পিটিয়ে খুন

স্থানীয় মহিলা হেমা বর্মন বলেন, ‘‘আমাদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে হবিবপুর থানার পুলিশ। এর জন্য আমরা থানার আইসিকে ধন্যবাদ জানাই। আশা করি এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা স্বনির্ভর হতে পারব। সম্পূর্ণ বিনামূল্যে সেলাই শেখানো হচ্ছে আমাদের।

আরও পড়ুন: এবার চন্দ্রযান ৪, চাঁদের মাটি থেকে নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে, বরাদ্দ ২,১০৪ কোটি টাকা

মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে হবিবপুর থানার পিছিয়ে পড়া অঞ্চলের মহিলাদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। হবিবপুর থানার প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে একজন বা দুইজন করে মহিলাদের একত্রিত করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার থানা প্রাঙ্গণে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় মাস ধরে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে পুলিশের পক্ষ থেকে মহিলাদের একটি করে সেলাই মেশিন দেওয়া হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, ‘‘মহিলাদের স্বনির্ভর করতে হবিবপুর থানায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এলাকার পিছিয়ে পড়া মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। যে কেউ এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবেন। থানা ক্যাম্পাসে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় মাসের এই কোর্স।’’

মহিলারা নিজেরাই বাড়িতে বসেই সেলাই করে স্বনির্ভর হতে পারবেন। জেলা পুলিশের পক্ষ থেকে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। সমস্ত ধরনের সেলাই এখানে শেখানো হবে মহিলাদের।

ছয় মাস পর আবারও অন্যান্য মহিলাদের এই প্রশিক্ষণের সুযোগ মিলবে। এইভাবেই প্রতিনিয়ত হবিবপুর থানার সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ কর্তাদের।

হরষিত সিংহ