কাঠের সেতু যেন মরণ ফাঁদ

South 24 Parganas News: একে একে খুলে পড়ে যাচ্ছে পাটাতন! পিয়ালী নদীর কাঠের সেতু যেন মরণ ফাঁদ

দক্ষিণ ২৪ পরগনার : ক্যানিং ও জয়নগর থানার মাঝে পিয়ালী নদীর কাঠের সেতুর বেহাল দশা। প্রতিদিন এই সেতু পেরিয়ে গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচল করে। হেঁটে গেলে সেতুর উপর দিয়ে ভয়ে বুক কাঁপে। আর যদি সাইকেলে চেপে যায় তাহলে তো আর কোন কথাই নেই, কোন মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু এই পথ ছাড়া গতি নেই কারণ এই সেতুর উপর দিয়ে না গেলে প্রায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। মূলত এই সেতুটি দুই থানার মধ্যস্থলে অর্থাৎ জয়নগর থানা ও ক্যানিং থানা মাঝে। আর তাই বাধ্য হয়ে এই এলাকার মানুষ প্রাণহাতে নিয়ে এই কাঠের সেতু দিয়েই যাতায়াত করে।

আরও পড়ুন: মিড ডে মিলে ড্রাগন ফল! স্কুলের ছাদবাগানের ফলনেই পুষ্টির জোগান ছাত্রদের

নদীর এক পারে রয়েছে কয়েকটি গ্রাম যেখান থেকে প্রতিদিনই স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষের যাতায়াত করতে হয়। দুই গ্রামের মাঝে থাকা এই কাঠের সেতুটি বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সেতুর পাটাতনের কাঠ একে একে খুলে পড়েছে ও দুই ধারে ঘেরা সেভাবে নেই। যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। পাকা সেতুর জন্য বহুবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বারবার জানিও কোন সুরাহা হয়নি। আর তার উপরে সামনে বর্ষা আসছে। সেই বর্ষাতে এই সেতু কোন সময় হয়তো ভেঙে পড়তে পারে। তাই বাধ্য হয়ে গ্রামের বাসিন্দারা ঘুর পথে যাতায়াত করে। তাই যদি বর্ষার আগে এই সেতুটি যদি সরানো হয় তাহলে সাধারণ মানুষের অনেকটাই উপকারে আসবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা