দেশের মুখ উজ্জ্বল করলেন বর্ধমানের ছেলে!

World Best: বিশ্ব জুড়ে জয়জয়কার! দেশের মুখ উজ্জ্বল করলেন বর্ধমানের ছেলে! কী এমন ঘটল? ধন্য ধন্য করছে মানুষ

মুর্শিদাবাদ : বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় ৮১কিলোমিটারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। দ্বিতীয় হলেন বহরমপুরের তপু সরকার ও তৃতীয় হলেন মহারাষ্ট্রের পার্থ সন্দিপ। রবিবার ভোরে জঙ্গিপুর আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতা শুরু হয় ও শেষ হয় বহরমপুরের জগন্নাথ ঘাটে। ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় এবার মাত্র ৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন। অন্য বছর একাধিক বিদেশি সাঁতারুরা অংশগ্রহণ করলেও এবছর কোনও বিদেশি অংশগ্রহণ করেনি।

যদিও উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ, মালয়েশিয়া ও স্পেন থেকে প্রতিযোগীদের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। এদিন প্রথম হয়ে প্রত্যয় ভট্টাচার্য বলেন, “গত বছর ও প্রথম হয়েছিলাম এবারও হলাম আনন্দ লাগছে। এবার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহন করার ইচ্ছা রয়েছে। পেশায় ব্যাঙ্ককর্মী প্রত্যয় ছোট থেকেই সাঁতারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অন্যদিকে জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রায় ৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

এদিন মহিলা বিভাগে প্রথম হয় কলকাতার বিশাখা ধারা। এবং ছেলেদের মধ্যে প্রথম হয় গৌরব কাবেরী। এদিন কলেজ ছাত্রী বিশাখা ধারা বলেন ভাল লাগছে এই জয় পেয়ে। আগামী দিনে দেশের হয়ে সাঁতার প্রতিযোগিতায় নামার ইচ্ছা রয়েছে। অন্য দিকে গৌরব কাবেরী বলেন বহু কষ্টে পড়াশোনার সঙ্গে সঙ্গে সাঁতার শিখেছি। আজকে প্রথম হয়ে খুব ভাল। লাগছে। এদিন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ঘাটে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন: কৃষকদের জন্য বড় সুখবর…! সরকারি বীমার সুবিধা পাবেন কারা? আবেদনের শেষ তারিখ কবে? সময় অল্প! জানুন সঠিক নিয়ম!

বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় ৮১কিলোমিটারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। দ্বিতীয় হলেন বহরমপুরের তপু সরকার ও তৃতীয় হলেন মহারাষ্ট্রের পার্থ সন্দিপ। রবিবার ভোরে জঙ্গিপুর আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতা শুরু হয় ও শেষ হয় বহরমপুরের জগন্নাথ ঘাটে। ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় এবার মাত্র ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অন্য বছর একাধিক বিদেশি সাঁতারুরা অংশগ্রহণ করলেও এবছর কোনও বিদেশি অংশগ্রহণ করেনি। যদিও উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ, মালয়েশিয়া ও স্পেন থেকে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।