Lok Sabha Elections 2024: ম্যাজিক ফিগার পেরিয়েছে NDA, তারপরেই মোদিকে শুভেচ্ছোর বন্যা বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের

নয়াদিল্লি: একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গিয়েছে এনডিএ। টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এরপরই মঙ্গলবার জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানালেন আন্তর্জাতিক নেতারা।

প্রতিবেশী নেপাল, মরিশাস এবং ভুটানের রাষ্ট্রপ্রধানরা লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাউথ এক্স পোস্টে লেখেন, ‘ঐতিহাসিক তৃতীয় মেয়াদে প্রশংসনীয় বিজয়ের জন্য মোদিজিকে অভিনন্দন। আপনার নেতৃত্বে বৃহত্তম গণতন্ত্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে থাকবে। মরিশাস-ভারত সম্পর্ক দীর্ঘজীবী হোক’।

টানা তৃতীয় মেয়াদে জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘টানা তৃতীয় মেয়াদে লোকসভা নির্বাচনে বিজেপি এবং এনডিএ-র সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। ভারতের জনগণের উৎসাহী অংশগ্রহণের সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলনের সফল সমাপ্তি দেখে আমরা আনন্দিত’।

অভিনন্দন বার্তায় ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথা বলেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি লেখেন, “বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনে ঐতিহাসিক টানা তৃতীয় জয়ের জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং এনডিএ-কে অভিনন্দন। তিনি ভারতকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে মোদিজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ”।

জবাবে নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারত কাঠমাণ্ডু ও থিম্পুর সঙ্গে কাজ চালিয়ে যাবে। নেপালের দাহালের বার্তার জবাবে মোদি লিখেছেন, ‘ভারত-নেপাল বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য আমরা একসঙ্গে কাজ করব’।

শ্রীলঙ্কা বলেছে এই জয় নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর ভারতীয়দের আস্থার প্রমাণ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতীয়রা আস্থা দেখিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাই। নিকটতম প্রতিবেশি শ্রীলঙ্কা ভারতের সঙ্গে অংশীদারিত্বকে আরও মজবুত করার জন্য উন্মুখ’।

গত কয়েক মাস ধরেই মলদ্বীপের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের। তবে জয়ের পর মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মোদিকে। তিনি লিখেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। দুই দেশের সমৃদ্ধি, স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করব আমরা’।