মিলল না বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার ভবিষ্যদ্বাণী, টেলিভিশন সাক্ষাৎকারে নির্বাচনী ফলাফল দেখে ভেঙে পড়লেন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা

Pradeep Gupta: মিলল না এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী, টেলিভিশন সাক্ষাৎকারে নির্বাচনী ফলাফল দেখে ভেঙে পড়লেন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন তখন চলছে। জোর গলায় বলেছিলেন নরেন্দ্র মোদি- অব কি বার, ৪০০ পার। সন্দেহ নেই, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। কেন্দ্রের সরকার তাদেরই হাতে। এই দলের হয়ে জগৎসভায় দেশের মুখ উজ্জ্বল করেছেন নরেন্দ্র মোদি, নতুন সরকার গঠনের পরেও উন্নতির সেই ধারা অব্যাহত থাকবে। তবে, ৪০০ পার এবার অন্তত হয়নি। ঠিক সেরকমই মেলেনি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তার নির্বাচনী ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণীও। ফলে, স্পষ্টতই তাঁকে ভেঙে পড়তে দেখা গেল মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে।

আরও পড়ুন– ৪৮ ডিগ্রি গরমেও এসি চলে না! ফ্যান-কুলারেই কাজ চালান এই কলোনির আইএএস, আইপিএসরা

আসলে, নির্বাচনী ফলাফল নিয়ে বহু দিন ধরে ভবিষ্যদ্বাণী করে আসছেন প্রদীপ গুপ্তা এবং তাঁর অ্যাক্সিস মাই ইন্ডিয়া। জোর গলায় তথ্যের সঠিকতা নিয়ে তর্জাও করেন তিনি। করবেন না-ই বা কেন! ইতিপূর্বে নিরাশ হতে হয়নি তাঁকে। সংবাদ সংস্থা এএনআই- এর কাছে নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছিলেন তিনি, “অ্যাক্সিস মাই ইন্ডিয়া গত ১০ বছর ধরে একটানা এক্সিট পোল করেছে। দুটি লোকসভা নির্বাচন-সহ আমরা ৬৯টি নির্বাচনের জন্য তা করে চলেছি। আমাদের ভবিষ্যদ্বাণী ৬৫ বার সঠিক হয়েছে ৷ যতদূর বিশ্বাসযোগ্যতার কথা ওঠে, যাঁরা প্রশ্ন উত্থাপন করছেন তাঁদের আমাদের ট্র্যাক রেকর্ডের দিকে নজর দেওয়া উচিত, তাঁরা সন্তুষ্ট হবেন ৷’’ গলায় তাঁর ঝরে পড়েছিল আত্মবিশ্বাস।

আরও পড়ুন– উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি ! আরও বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে? জেনে নিন

সেই আস্থা এবার হোঁচট খেল। কেন না, অ্যাক্সিস মাই ইন্ডিয়া ৩৬১ থেকে ৪০১ আসন ধরে ভারতীয় জনতা পার্টির একচ্ছত্র বিজয়ের উপরে চোখ বন্ধ করে আস্থা রেখেছিল, বলেছিলও সে কথা। কার্যত তা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী ফল আসার পরে দেখা যায় যে এনডিএ জোট ২৯২টি আসন পেয়েছে। অন্য দিকে, INDIA জোটের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়ার হিসেব ছিল বড়জোর ১৩১ থেকে ১৬৬ আসন, কিন্তু তারা দখল করেছে ২৩২টি। গুপ্তার কোনও হিসেবই এ যাত্রায় মেলেনি।

সঙ্গত কারণেই নির্বাচনী আলোচনা প্যানেলের অংশ হিসেবে টেলিভিশনে ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে গুপ্তা তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং ভেঙে পড়েন। অ্যাঙ্কর তাঁকে সান্ত্বনা দেন, সহ-প্যানেলিস্টও তাঁকে শান্ত করেন। এবার দেখার ভবিষ্যতে তাঁর হিসেব আবার অতীতের মতো মেলে কি না!