Worlds longest name

Worlds Longest Name: বিশ্বের সবচেয়ে বড় নাম কি জানেন? নামটিতে রয়েছে ১০১৯ বর্ণ, উচ্চারণ করতে গিয়ে ‘দাঁত খুলে আসা’-র যোগাড় হচ্ছে সবার, আপনি পারবেন?

সন্তানের নাম রাখার সময় বাবা-মা কোন-ও কসুর-ই কম করেন না। তাঁর সন্তানের নাম যেন হয় অনন্য, আর পাঁচটা নামের থেকে একেবারে আলাদা! আর এই ধারণার বশবর্তী হয়ে, মা স্যান্ড্রা উইলিয়ামস যা করে বসলেন, তাতে তাঁর মেয়ের নাম উঠল সোজা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। স্যান্ড্রা তাঁর মেয়ের যে নামটি রেখেছিলেন, সেটি বিশ্বের সবথেকে বড় নাম। রয়েছে ১০১৯টি বর্ণ! নাহ, কোন-ও গল্পকথা নয়, একেবারেই বাস্তব! নামটা কী বলুন তো?
সন্তানের নাম রাখার সময় বাবা-মা কোন-ও কসুর-ই কম করেন না। তাঁর সন্তানের নাম যেন হয় অনন্য, আর পাঁচটা নামের থেকে একেবারে আলাদা! আর এই ধারণার বশবর্তী হয়ে, মা স্যান্ড্রা উইলিয়ামস যা করে বসলেন, তাতে তাঁর মেয়ের নাম উঠল সোজা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। স্যান্ড্রা তাঁর মেয়ের যে নামটি রেখেছিলেন, সেটি বিশ্বের সবথেকে বড় নাম। রয়েছে ১০১৯টি বর্ণ! নাহ, কোন-ও গল্পকথা নয়, একেবারেই বাস্তব! নামটা কী বলুন তো?
১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর জন্ম হয় স্যান্ড্রা উইলিয়ামস-এর কন্যা সন্তানের। তিনি মেয়ের বার্থ সার্টিফিকেটে নামের জায়গায় লিখলেন, '' Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams''। এই নামটি ছিল ৬০ অক্ষরের।

১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর জন্ম হয় স্যান্ড্রা উইলিয়ামস-এর কন্যা সন্তানের। তিনি মেয়ের বার্থ সার্টিফিকেটে নামের জায়গায় লিখলেন, ” Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams”। এই নামটি ছিল ৬০ অক্ষরের।
কয়েকদিন যেতে না যেতেই মন উশখুশ করতে লাগল স্যান্ড্রার। মেয়ের নামটায় খুশি নন। তিনি আর-ও লম্বা নাম চান। তাই ৬০ অক্ষরের নামের মাঝে জুড়ে দিলেন আর-ও বহু অক্ষরের একটি নাম। সবমিলিয়ে স্যান্ড্রার মেয়ের নাম দাঁড়াল গিয়ে ১০১৯ বর্ণে।

কয়েকদিন যেতে না যেতেই মন উশখুশ করতে লাগল স্যান্ড্রার। মেয়ের নামটায় খুশি নন। তিনি আর-ও লম্বা নাম চান। তাই ৬০ অক্ষরের নামের মাঝে জুড়ে দিলেন আর-ও বহু অক্ষরের একটি নাম। সবমিলিয়ে স্যান্ড্রার মেয়ের নাম দাঁড়াল গিয়ে ১০১৯ বর্ণে।
স্যান্ডা উইলিয়ামস-এর মেয়ের নতুন নাম হল Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive'onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea'shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana। এককথায়, এই নামটি উচ্চারণ করা অসম্ভব। পড়াও ততটা সহজ নয়।
স্যান্ডা উইলিয়ামস-এর মেয়ের নতুন নাম হল Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana। এককথায়, এই নামটি উচ্চারণ করা অসম্ভব। পড়াও ততটা সহজ নয়।
বলা বাহুল্য, স্যান্ড্রার মেয়ে কোন-ওদিন-ই নিজের এই বিশাল নাম উচ্চারণ করে বলতে পারেনি। পতিবর্তে তিনি সবাইকে বলতেন তাঁর ছোট্ট ডাকনাম। জেমি।
বলা বাহুল্য, স্যান্ড্রার মেয়ে কোন-ওদিন-ই নিজের এই বিশাল নাম উচ্চারণ করে বলতে পারেনি। পতিবর্তে তিনি সবাইকে বলতেন তাঁর ছোট্ট ডাকনাম। জেমি।
মেয়ের নাম রাখার পর সেটি তাঁকে মুখস্ত করাতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে মা স্যান্ড্রাকে। একটি টেপে নামটি রেকর্ড করে বারবার শুনিয়ে মেয়েকে ১০১৯ অক্ষরের নামটি মুখস্ত করান মা। জেমির মতে, তার নামটি সবার চেয়ে আলাদা। নামের কারণেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
মেয়ের নাম রাখার পর সেটি তাঁকে মুখস্ত করাতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে মা স্যান্ড্রাকে।
একটি টেপে নামটি রেকর্ড করে বারবার শুনিয়ে মেয়েকে ১০১৯ অক্ষরের নামটি মুখস্ত করান মা। জেমির মতে, তার নামটি সবার চেয়ে আলাদা। নামের কারণেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
ওপরাহ উইনফ্রে-কে দেওয়া সাক্ষাৎকারে জেমির মা স্যান্ড্রা জানান, তিনি বিশ্বরেকর্ড গড়তেই মেয়ের এমন নাম রেখেছিলেন। তিনি চাননি মেয়ের নাম অন্য কারও সঙ্গে মিলে যাক। বিশ্বের দীর্ঘতম নাম সম্পর্কিত এই ভিডিওটি ২০১৯ সালে অনলাইনে ভাইরাল হয়।
ওপরাহ উইনফ্রে-কে দেওয়া সাক্ষাৎকারে জেমির মা স্যান্ড্রা জানান, তিনি বিশ্বরেকর্ড গড়তেই মেয়ের এমন নাম রেখেছিলেন। তিনি চাননি মেয়ের নাম অন্য কারও সঙ্গে মিলে যাক। বিশ্বের দীর্ঘতম নাম সম্পর্কিত এই ভিডিওটি ২০১৯ সালে অনলাইনে ভাইরাল হয়।
জেমি-ই একমাত্র নির্ভুলভাবে নিজের নামটি গড়গড় করে বলতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় নামটি ১৯৯৭ সালে প্রথম টিভি অনুষ্ঠানে সম্প্র্চারিত হয়, যা সবাইকে হতবাক করে দিয়েছিল। যখন স্যান্ড্রার মেয়ে ‘জেমি’ নিজের নামটি আবৃত্তি করেছিলেন।
জেমি-ই একমাত্র নির্ভুলভাবে নিজের নামটি গড়গড় করে বলতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় নামটি ১৯৯৭ সালে প্রথম টিভি অনুষ্ঠানে সম্প্র্চারিত হয়, যা সবাইকে হতবাক করে দিয়েছিল। যখন স্যান্ড্রার মেয়ে ‘জেমি’ নিজের নামটি আবৃত্তি করেছিলেন।