ইউসুফ পাঠানের জয়

Yousuf Pathan Wins: অভিজ্ঞতায় ভোট বৈতরণী পার হল না অধীরের, মমতার আশীর্বাদ পাথেয় করেই ইউসুফ পাঠানের বহরমপুরে বড় জয়

কলকাতা: West Bengal Election Results 2024: কোনওদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি৷ স্বচ্ছন্দ ছিলেন ক্রিকেটের ময়দানে৷ ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স তারপর কেকেআরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা ইউসুফ পাঠান এবার ভোটের বাজারেও কামাল করে দেখালেন৷ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড় গুঁড়িয়ে দিলেন ইউসুফ পাঠান৷

বহরমপুর লোকসভা কেন্দ্রে  ১৫তম রাউন্ড গোনার শেষে এক নম্বরে তৃণমূল, দুই নম্বরে বিজেপি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একেবারে তিন নম্বরে পৌঁছে যান৷

১৫ দফার শেষে তৃণমূলের প্রাপ্ত আসন  ৫২২৭৮০,  বিজেপি প্রাপ্ত  ৩৭৯০৭৬ আসন,  কংগ্রেসের আসন  ৪৩৬০৮৩৷

এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৮৬ হাজারের বেশি ভোটে জয়ী

আরও পড়ুন – Nuts Soaked In Water: মুঠোমুঠো বাদাম খেয়ে শরীরের ক্ষতি করবেন না, আমন্ড, কাজুবাদাম, আখরোট কোনটা কতক্ষণ ভিজিয়ে খেলে ফল লাফিয়ে হবে দ্বিগুণ

বহরমপুর লোকসভা আসনে  নবম রাউন্ডে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট ৩১২২২০৷ দু নম্বরে রয়েছে  বিজেপি প্রার্থী, তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ  ২৫১৯৩৩৷  তিন নম্বরে রয়েছেন  কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ  ২৭২২৭২৷

 

বাইরে থেকে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন সেখানেই তাঁর দিদির কথায় বাজিমাত করলেন ইউসুফ পাঠান৷