Tag Archives: Yousuf Pathan

Lok Sabha Election 2024: ‘চৌধুরী’ গড়ের পতন ঘটাতে বদ্ধপরিকর পাঠান! ভোটের আগেই আবেগে ভাসছেন ইউসুফ

মুর্শিদাবাদ: বঙ্গ রাজনীতির একটি মিথের অবসান ঘটাতে সুদূর গুজরাট থেকে প্রার্থী হয়ে এখানে এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের কাঁধে গুরু দায়িত্ব সঁপেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বহরমপুর মানেই অধীর চৌধুরী, এই মিথের অবসান ঘটাতে ইউসুফ জোড়া ফুল শিবিরের সবচেয়ে বড় বাজি। কিন্তু এই লক্ষ্যে ইউসুফ পাঠান সফল হবেন নাকি অধীর চৌধুরী তা জানা যাবে আগামী ৪ জুন। তবে তার আগে শনিবার ভোট প্রচারের শেষ লগ্নে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন ইউসুফ পাঠান।

বহরমপুরের টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় জোরদার টক্কর হবে এখানে। সম্পূর্ণ ভিন্নক্ষেত্রের মানুষ হলেও ইউসুফ পাঠান’ও গোড়া থেকেই কোমর বেঁধে এই লড়াইয়ে নেছেন। এর মধ্যেই দাদার হয়ে ভোট প্রচারে বহরমপুর ঘুরে গিয়েছেন একসময়ের ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠান।

আর‌ও পড়ুন: চিকিৎসক থেকে প্রার্থী, শর্মিলা সরকারকে নিয়ে প্রতিবেশীরা কী বলছেন?

তবে প্রচারের মাঝেই ঘন ঘন আবেগপ্রবণ হয়ে পড়ছেন ইউসুফ। তিনি জানান, বহরমপুর লোকসভায় এবার তৃণমূল জিতবেই। সাধারণ মানুষ তাকে ভরসা করতে শুরু করেছে বলেও তিনি জানান। বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা তেই গত একমাস ধরে দিনরাত প্রচার করে বেড়িয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। গত এক মাস ধরে যে পড়াশোনা করেছেন তার ভিত্তিতে পরীক্ষা আগামী সোমবার, ১৩ মে। আর ফল প্রকাশ ৪ জুন।

কৌশিক অধিকারী

Yusuf Pathan-Irfan Pathan: ইউসুফের সমর্থনে ভোটের প্রচার ময়দানে এবার ইরফান, দাদাকে জেতাতে রোড শো করবেন বহরমপুরে

বহরমপুর: বৃহস্পতিবার, ৯ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসছেন তাঁর ভাই এবং আরেক প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান।

লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুর ৷ এই কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে ৷

আরও পড়ুন– ট্রেনের শৌচাগারে গোপনে চলছিল এই কাজ ! করাঘাত করতেই খুলে গেল দরজা; চমকে গেলেন টিকিট পরীক্ষক

প্রথমবার ভোটের ময়দানে নেমে ভালমতোই প্রচার চালাচ্ছেন ইউসুফ পাঠান ৷ এবার ভোটযুদ্ধে পাশে পেয়ে গেলেন ভাই ইরফান পাঠানকেও ৷ বৃহস্পতিবার বহরমপুরে দাদার জন্য বিভিন্ন জায়গায় রোড শো করবেন ইরফান ৷ এমনটাই খবর ৷ বহরমপুরে ৯ তারিখ আসছেন ইরফান ৷ এই খবর জানিয়ে ট্যুইটও করেন কুণাল ঘোষ ৷

ইরফান পাঠানের আসার খবরে একদিকে যেমন বহরমপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে, তেমনই তাঁকে দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার ক্রিকেট প্রেমীরাও।

পাঠানের বিরুদ্ধে কমিশনে রিপোর্ট জেলাশাসকের, নিয়ম লঙ্ঘনের অভিযোগ

বহরমপুর: তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভার প্রার্থী এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর তাঁকে ঘিরে শুরুতেই বিতর্ক।

পাঠানের বিরুদ্ধে Model Code of Conduct (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। দাবি করা হয়েছে, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন কিছু ছবি বা ব্যানার ব্যবহার করছেন, যা MCC-র বিরুদ্ধ কাজ।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের সেই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহারের অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট অভিযোগপত্র পাঠানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।

আরও পড়ুন- কী অবস্থা! বাংলার এই কেন্দ্রে ৩ প্রার্থীই ‘দলবদলু’! কার পাল্লা ভারী? বড় লড়াই

আর এবার ইউসুফ পাঠান ইস্যুতে নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠালেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক। রিপোর্টে ছবি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

রিপোর্ট সিইও অফিস থেকে দিল্লিতে নির্বাচন কমিশন-এর দফতরে পাঠানো হচ্ছে। গতকালই মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতির থেকে ব্যাখ্যা চান জেলাশাসক।

আরও পড়ুন- সাত সকালে ব্যাগ হাতে কী করলেন তারকা প্রার্থী, জানলে চক্ষুচড়ক গাছ!

 এই ধরনের ঘটনা আগে ঘটেনি। খেলোয়াড়দের ছবি ব্যবহার নিয়ে এইরকম অভিযোগ আগে আসেনি কমিশনের কাছে। এটা নির্বাচনী বিধি ভঙ্গ নাকি সেটা জানার জন্য দিল্লিতে রিপোর্ট পাঠাল সিইও দফতর। কমিশন সূত্রে খবর এমনই।

Yousuf Pathan: সচিন জানেন? পাঠানের প্রচার নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

কলকাতা: বাংলায় ভোটে লড়তে এসেই নির্বাচন কমিশনের নিয়মের জাঁতাকলে পড়ে বিপাকে ইউসুফ পাঠান৷ বহরমরপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে আদর্শ আচরণ বিধি ভেঙে ভারতের বিশ্বকাপ জয়, সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস৷ এই অভিযোগের ভিত্তিতেই এবার জেলা তৃণমূল সভাপতির কাছে জবাবদিহি চাইল নির্বাচন কমিশন৷

সূত্রের খবর, ইউসুফ পাঠানের সমর্থনে ব্যবহৃত বিভিন্ন ছবিতে সচিন তেন্ডুলকর সহ যে সমস্ত ক্রিকেটারদের দেখা গিয়েছে, তাঁদের অনুমতি নিয়ে এই সমস্ত ছবি ব্যবহার করা হচ্ছে কি না, সেই প্রশ্নের জবাব চেয়েছে কমিশন৷ ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে কমিশন৷

আরও পড়ুন: মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো কজ করল নির্বাচন কমিশন! বিপাকে বিজেপি নেতা

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন পাঠান৷ প্রচারে তাঁর এই জোড়া কৃতিত্বকেই তুলে ধরছে তৃণমূল কংগ্রেস৷পাঠানের সমর্থনে প্রচারেও বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ছবি ব্যবহার করা হচ্ছে৷ তা নিয়েই আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস৷

বহরমরপুরে অধীর চৌধুরীর বিপক্ষে পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল৷ পাঠানের সমর্থনে বহরমপুরে সভাও করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু প্রচারের শুরুতেই কমিশনের নজরে বহরমপুরে তৃণমূলের প্রচার কৌশল৷

Yousuf Pathan-Mamata Banerjee: ১ এপ্রিল বহরমপুরে সভা, ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আবীর ঘোষাল, কলকাতা: ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল হবে সভা। বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি। বহরমপুর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। আর সেই কঠিন আসনেই এবার লড়াই করবেন ইউসুফ পাঠান। তাঁর হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন– ভরা গরমে ভোট, ভোটারদের জন্য বুথে বুথে বিশেষ পদক্ষেপ, গাইডলাইন দিল কমিশন

তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের ময়দানে নতুন হলেও বেশ প্রস্তুতি নিয়েই ‘খেলতে নেমেছেন’ পাঠান। তৃণমূল তাঁকে প্রার্থী করার পর থেকেই নাকি বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন নির্বাচনের ফলাফল যথেষ্ট চর্চা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর এই গোটা বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন তাঁর এক বিশ্বস্ত সহযোগীকে।

আরও পড়ুন– ছবিতে এতগুলি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?

২০১৯ লোকসভা নির্বাচনের পরিসংখ্যান ঘেঁটে ইউসুফের ব্যক্তিগত নির্বাচনী পরামর্শদাতা বড়ঞা, কান্দি এবং বহরমপুর বিধানসভার উপর জোর দিতে বলেছেন। সেই মতো ওই তিন বিধানসভায় প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেন ইউসুফ স্বয়ং।

‘মাঠে’ নেমে পড়লেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান! অটোগ্রাফ দিয়ে মন জয় ভোটারদের

মুর্শিদাবাদ: মাঠে নেমে ব্যাট ও টুপিতে অটোগ্রাফ দিয়ে মানুষের মন জয় করে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোট দিন-ক্ষণ ঘোষণার পরেই জোর নির্বাচনী প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেস।

শনিবার দুপুরে কান্দি হ্যালিফক্স ময়দানে কান্দি মহকুমার তিনটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার ডাক দেওয়া হয়। বহরমপুরে পা দেওয়ার পরেই প্রথম কর্মী সভার আয়োজন করা হয় শনিবার।

আরও পড়ুন- কী ছিল, কী হল! কেকেআর ক্যাপ্টেনের ‘এই’ ছবিতে তোলপাড়! লোকে বলছে, জঘন্য

ইউসুফ পাঠানকে দেখার জন্য জনপ্লাবন তৈরি হয় কান্দি হ্যালিফক্স মাঠে। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির।

কর্মী সভায় সবাইকে হাসি মুখেই অটোগ্রাফ দিলেন ইউসুফ পাঠান। ব্যাটে ও টুপিতে এমনকী টি-শার্টেও অটোগ্রাফ দিলেন তিনি। আর সেই অটোগ্রাফ পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই।

তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, মানুষের উচ্ছাস ছিল দেখার মতো। তবে আমি খুব আপ্লুত আমাকে এখানে প্রার্থী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। আমার জন্মভূমি গুজরাট হলেও কর্মভুমি হবে বহরমপুর।

আরও পড়ুন- বাবার কাছে হাতে খড়ি, সেই ছেলেই আজ রাজ্যে প্রথম

এছাড়াও তিনি বলেন, ব্যাটসমান যদি পিচে থাকে তা হলে বিপক্ষে বড় বোলার থাকবে। খেলার মাঠে সারাদিন থাকতে হয়। তবে রাজনীতির ময়দানে পরিশ্রম করতে হবে এবং সাধারণ মানুষের মন জয় করতে হবে।

তিনি আরও বলেন, কংগ্রেসের অধীর চৌধুরী পাঁচ বারের সাংসদ। আগামী দিনে এই লোকসভা আসনে বদল আসবে। বদল আনার জন্য আমাকে এখানে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে এখানে স্পোর্টস অ্যাকাডেমি করা হবে। প্রকৃত শিল্পের জন্য আমার অনেক ভাবনা আছে। আগামী দিনে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই।

কৌশিক অধিকারী

Yousuf Pathan: ‘এটা আমার বাড়ি, আমি এখানে থাকতে এসেছি…’, ভোট প্রচারে বেরিয়ে বার্তা ইউসুফ পাঠানের

আবীর ঘোষাল, বহরমপুর: ‘‘এটা আমার বাড়ি এবং আমি এখানে থাকতে এসেছি…’’: তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে প্রথম প্রচারে নেমেই ছক্কা মারলেন। বিজেপির বিরুদ্ধে বাংলার অধিকার যাত্রা শুরু করে, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং বহরমপুরের তৃণমূল কংগ্রেস লোকসভা প্রার্থী ইউসুফ পাঠান বাংলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক পুনরুদ্ধার করেছেন এবং বলেছেন যে তিনি ‘এখানে থাকতে এসেছেন’ ৷

এই তৃণমূল প্রার্থীর এক ঝলক দেখতে জড় হওয়া উৎসাহী জনজোয়ারের সঙ্গে হাত মেলানো এবং উষ্ণ অভিবাদনের মধ্যে দিয়ে, ইউসুফ পাঠান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘‘আমি আজ যে ভালবাসা অনুভব করছি, তা আমি কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হিসাবে যা পেয়েছি তা একইরকম। তখন আমি ম্যাচের সময় মাঠে থাকতাম কিন্তু আজ আমি ভাগ্যবান যে মানুষের মধ্যে থেকে এই ভালবাসা অনুভব করছি।’’

আরও পড়ুন– সকাল থেকেই ফের অভিযানে ইডি, তল্লাশি চলছে এক ব্যবসায়ীর বাড়ি-সহ কলকাতার একাধিক জায়গায়

শান্তির প্রতীক হিসেবে, ইউসুফ পাঠান ভাষণ দেওয়ার আগে সাদা পায়রা উড়িয়ে দেন। সমস্ত  বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি দুর্দান্ত ইনিংসের জন্য তার প্রস্তুতির কথা তুলে ধরে, তৃণমূল প্রার্থী মন্তব্য করেন, ‘‘বোলার যত দ্রুত, আমি তত বেশি ব্যাটিং-এর চ্যালেঞ্জ উপভোগ করি। আমার এখানে একটি দুর্দান্ত দল আছে যারা একে অপরকে সমর্থন করে ঠিক যেমন আমরা ক্রিকেটে করি। আমি এখানে ভাল প্রতিপক্ষের মুখোমুখি হতে পেরে উত্তেজিত।’’

বাংলার প্রতি নিজের ভালবাসা প্রকাশ করে ইউসুফ পাঠান দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘‘গুজরাত আমার জন্মভূমি কিন্তু এটা আমার কর্মভূমি। এখানে আমি অনেক কাজ করতে এসেছি। খেলা হবে।’’ ইউসুফ পাঠান জনগণের কল্যাণে ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দেন। ‘‘সময় পরিবর্তিত হয়েছে, এবং পরিবর্তন হয় ভালোর জন্য। জনগণ তাদের সুবিধার জন্য এই পরিবর্তনগুলিকে স্বাগত জানাবেন ৷’’ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি এমনটাই এদিন বলেন।

আরও পড়ুন– উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েক জেলায়

বিরোধীদের ‘বহিরাগত’ শব্দের সমালোচনা শেষ করে, ইউসুফ পাঠান জবাব দেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের বাসিন্দা, তবুও বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এটি বাংলা আমার বাড়ি, এবং আমি এখানে থাকতে এসেছি।’’ ক্রিকেট লেজেন্ড নির্বাচিত হয়ে বহরমপুরে একটি স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন। ‘‘আমরা বহরমপুরে রেশম শিল্পকে বিশ্বব্যাপী মঞ্চে উন্নীত করব। উপরন্তু, আমরা এখানে একটি স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করব ৷’’ সংবাদ সম্মেলনের সময় তৃণমূল প্রার্থী ঘোষণা করেন।

ইউসুফ পাঠান বাংলার সঙ্গে তাঁর মানসিক সংযোগ পুনর্ব্যক্ত করে বলেন, ‘‘যেখানে মানুষের সাথে হৃদয়ের সংযোগ থাকে সেখানে কোনও ভাষার বাধা থাকতে পারে না। আমরা যখন মন বুঝতে পারি তখন ভাষা কখনোই সমস্যা হতে পারে না ৷’’ তিনি তাঁর বক্তৃতা শেষ করার পর স্লোগান দেন…জয় বাংলা!

Yousuf Pathan in Kolkata: বুধসন্ধ্যায় কলকাতায় ইউসুফ পাঠান, আগামিকাল বহরমপুরে শুরু তাঁর নির্বাচনী প্রচার

কলকাতা : কলকাতায় এলেন ইউসুফ পাঠান। বুধবার রাতে শহরে পা রাখেন আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের এই তারকা প্রার্থী। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের এই সদস্য এদিন বলেন, ‘‘আবার কলকাতায় এসে খুব ভাল লাগছে। আগামিদিনে পরিকল্পনা করে এগোবো।’’ হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অধীর চৌধুরী আমার বিরুদ্ধে প্রার্থী সেটা আমি ভাল করেই জানি। আমি বহিরাগত কিনা সেটা আপনারাই দেখুন।’’

বৃহস্পতিবার বহরমপুরে ইউসুফ পাঠান নির্বাচনী প্রচার করবেন বলে জানা গিয়েছে। জেলা কার্যালয়েও যাবেন তিনি। তাঁকে স্বাগত জানানোর জন্য বড় জমায়েত করা হবে বলেও জানা গিয়েছে। গত ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’-র মঞ্চ থেকে বহরমপুরের তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়। তাঁর সমর্থনে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

আরও পড়ুন : মার্চ মাসের সবথেকে কম তাপমাত্রার রেকর্ড গড়ল কলকাতা! কত ডিগ্রিতে ছিল পারদ? দেখুন

বহরমপুর কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। অন্যদিকে আনুষ্ঠানিক ভাবে শিলমোহর না পড়লেও এই কেন্দ্রে এ বারও অধীররঞ্জন চৌধুরীই যে কংগ্রেস প্রার্থী, সে বিষয়টি কার্যত নিশ্চিত।

নির্বাচনী আবহে ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। দলীয় নেতাকর্মীদের আশা, বৃহস্পতিবার ইউসুফ পাঠানকে ঘিরে বড় জনসমাগম হবে।

Yousuf Pathan: বহরমপুরে বদলের হাওয়া! বৃহস্পতিবারই আসছেন ইউসুফ পাঠান, দেওয়াল ভরে গিয়েছে তৃণমূলের গ্রাফিতিতে

আবীর ঘোষাল, বহরমপুর: বহরমপুরে আসছেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান! তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের আমজনতাকে দেখা গেল দেওয়াল জোড়া গ্রাফিতি আঁকতে! আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন– স্টুডিওর মেঝে থেকে বমিও পরিষ্কার করেছেন! প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপের স্মৃতি রোমন্থন অভিনেত্রীর

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। বুধবার সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আগামিকাল, বৃহস্পতিবার দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।

Yousuf Pathan in Loksabha Elections 2024: মমতার দলের হয়ে ভোটে লড়ছেন ইউসুফ পাঠান, শুভেচ্ছা জানালেন মাস্টারব্লাস্টার

Yousuf Pathan in Loksabha Elections 2024:২২ গজে ব্যাটে-বলে ঝড় তুলতেন তিনি। আক্রমণাত্মক ক্রিকেটার। তবে তিনি যে শেষে বাংলায় এসে লোকসভা ভোটে প্রার্থী হয়ে লড়বেন, তা হয়তো কেউ আন্দাজ করতে পারেননি!প্রার্থী তালিকায় বিরাট চমক দিল তৃণমূল কংগ্রেস৷ একই সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিল প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে৷ কারণ এবার বহরমপুর কেন্দ্র থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল তৃণমূল৷ অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন ইউসুফ৷

ইউসুফ পাঠানের এই নতুন ইনিংসে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটার মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর৷

 

পাশাপাশি ইউসুফ পাঠানের ভাই তারকা ক্রিকেটার ইরফান পাঠানও দাদাকে এই লড়াইয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷

আরও পড়ুন – Yusuf Pathan: বরোদার গলির কঠিন জীবন থেকে আজ বিত্তশালী, জাতীয় দল, শাহরুখের প্রিয়তম, এবার দিদির ভোটযুদ্ধের সৈনিক

তৃণমূলের প্রার্থী তালিকায় দু বার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা তৃণমূলের বড় চমক৷ ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১-তে ভারতের একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পাঠান৷ পাশাপাশি আইপিএলে কেকেআর-র জার্সিতে শাহরুখ খানের ফেভারিট পাঠান একসময় বাংলার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন ৷ পাশাপাশি তিনি কেকেআরের দুবারের আইপিএল জয়ী দলের সদস্যও তিনি ছিলেন৷

অধীরের গড় বহরমপুরকে দীর্ঘদিন ধরে পাখির চোখ করেছেন মমতা৷ এমন কি, কংগ্রেসের সঙ্গে জোট হলেও বহরমপুর আসনটি ছাড়তে রাজি ছিলেন না তৃণমূলনেত্রী৷ এদিকে এই সুযোগ পেয়ে আপ্লুত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ পাঠান৷

 

ক্রিকেটের বাইশ গজের পরে এবার ভোটের ময়দানে ‘খেলা হবে’ মন্ত্রে নামলেন ইউসুফ পাঠান৷

Eron Roy Burman