Shakib KKR : সাকিবের অভাব পূর্ণ করতে পারবেন না জেসন রয়! বোমা ফাটালেন প্রাক্তন নাইট

কলকাতা: কেকেআর দলের জার্সিতে তিনি দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। তবে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। ইউসুফ পাঠান পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে জেসন রয় একার হাতে বিরাট পার্থক্য তৈরি করতে পারবেন না। ইউসুফের মনে হচ্ছে রয় প্রথম ছয় ওভার বিপক্ষ বোলারদের শাসন করতে পারেন।

কিন্তু ম্যাচের মাঝখানে খেই হারিয়ে ফেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দেশের খেলা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটি থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আরও পড়ুন – LSG vs SRH : আইপিএলে আজ নবাব বনাম নিজামের লড়াই! রাহুলদের সামনে মায়াঙ্কদের সানরাইজার্স

বিশ্বসেরা অলরাউন্ডারকে না পেয়ে ইংলিশ তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চাইজিটি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মনে করেন সাকিবের অভাব পূরণ হওয়ার নয়। ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ বলেন, সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে সে।

কলকাতার যে ব্যাটিং লাইন আপ, তারা আয়ার ও সাকিবের অভাবটা টের পাবে। কলকাতায় লম্বা সময় ধরে সাকিবের সতীর্থ ছিলেন ইউসুফ। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলেছেন তিনি। তবে ইউসুফ আশাবাদী মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং শার্দুল এবার ভরসা দেবেন দুবারের চ্যাম্পিয়ন দলকে। রিঙ্কু সত্যিই অনেক উন্নতি করেছেন জানিয়েছেন ইউসুফ।