Yusuf Pathan Election Campaign: এসেছিলেন প্রচারে, ক্রিকেট খেলতে দেখে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ইউসুফ পাঠান

প্রণব কুমার বন্দ্যোপাধ্যায়,  মুর্শিদাবাদ: ক্রিকেট খেলতে দেখে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন পাঠান। শনিবার হরিদাসমাটি এলাকায় প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রচার চলাকালীন হরিদাসমাটির ফাইভস্টার মাঠে যুবকদের ক্রিকেট খেলতে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি ইউসুফ পাঠান। মাঠে নেমে রীতিমতো এক যুবকের থেকে ব্যাট চেয়ে নেন। পরপর সাতটি বলে ব্যাট করে ছক্কা মারেন।

স্থানীয়দের সঙ্গে সেলফি তোলেন ও ব্যাটে অটোগ্রাফ দেন। আর ইউসুফ পাঠানের সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বাস যুবকদের মধ্যে। পাঠানকে বল করতে পেরে খুবই খুশি কুশল বোস। তিনি বলেন, আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম। তখনই তৃণমূলের মিছিল যাচ্ছিল রাস্তা দিয়ে। বুঝতেই পারিনি  ইউসুফ পাঠান মাঠে নেমে আসবেন। উনি মাঠে এসে আমাদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করেন। ইউসুফ পাঠানকে বল করতে পেরে আমি খুব খুশি। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বলেন, এলাকার ছেলেদের ক্রিকেট খেলার উৎসাহ, দেখে খুব ভাল লাগল। এই ছোট মাঠের মধ্যেও পিচ তৈরি করে ছেলেরা খেলছে। এইসব জায়গা থেকেই দক্ষ প্রতিভা তৈরি হয়।

আরও পড়ুনYusuf Pathan: দাদার হয়ে বহরমপুরের ময়দানে নামবেন ভাই ইরফান? জানিয়ে দিলেন ইউসুফ

শনিবার হরিদাসমাটি এলাকায় প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রচার চলাকালীন হরিদাসমাটির ফাইভস্টার মাঠে যুবকদের ক্রিকেট খেলতে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি ইউসুফ পাঠান। মাঠে নেমে রীতিমতো এক যুবকের থেকে ব্যাট চেয়ে নেন।