Yuvaan Chakraborty: দাঁড়াতে শিখল ইউভান! ছেলের জীবনের প্রথম ধাপ দেখা হল না রাজের

#কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী ।

ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ব্যারাকপুরে রাজ ঘাসফুল ফোটাতে সক্ষম হন কিনা সে দিকেই এখন তাকিয়ে রাজনীতি থেকে বিনোদন দুনিয়া । তাই ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনতে মরিয়া রাজ এখন সেখানেই গাঁটি গেড়েছেন । বেশ কিছুদিন হল বাড়ি ছাড়া তিনি ।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

আর এ দিকে কলকাতায় রাজ-শুভশ্রীর সংসারে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে চলেছে । ৬ মাসের ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই এখন রাজশ্রীর সংসার । রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে খুদে । কিন্তু সেই সমস্ত দৃশ্য থেকে এখন বঞ্চিত থাকতে হচ্ছে বাবা রাজ’কে । এ দিন ধরে ধরে দাঁড়াতে শিখল রাজ-পুত্র । গানের সঙ্গে সঙ্গে এখন সে তালও দিচ্ছে । নিজের চোখে সেই সুন্দর দৃশ্য দেখতে না পেলেও স্ত্রী শুভশ্রীর কল্যাণে মোবাইলে সবটাই দেখছেন রাজ । ইউভানের প্রথম দাঁড়ানোর ভিডিওটি শেয়ার করে তাই রাজ লিখেছেন, শুভশ্রী এই ভিডিওগুলি শেয়ার করায় তাঁর মনখারাপ একটু হলেও কমেছে ।