: যুবরাজ সিংয়ের বাবা নানা বিস্ফোরক অভিযোগ করেন৷ বিভিন্ন ক্রিকেটারকে চাঁচাছোলা ভাষায় বেঁধেন তিনি৷ কারো বিরুদ্ধে দলে জায়গা না দেওয়া নিয়ে অভিযোগ আবার কারো ক্ষেত্রে তাঁর ছেলের থেকে বেশি স্টারডম পাওয়া নিয়ে অভিযোগ৷ কিন্তু যে ছেলেকে নিয়ে আজ এত দাবি করেন তাঁদের সঙ্গে কোনও সম্পর্কই রাখেন না এবং ছেলেও বাবার সম্পর্কে নানা বিরূপ কথা বলেন৷ 

Cricket Gossip: ছেলের কেরিয়ার নিয়ে এখন খুব চিন্তা, এদিকে দ্বিতীয় বিয়ে করবেন বলে কিশোর ছেলেকে প্রথম স্ত্রী-র কাছে ফেলে ছুটেছিলেন নায়িকার টানে

: যুবরাজ সিংয়ের বাবা নানা বিস্ফোরক অভিযোগ করেন৷ বিভিন্ন ক্রিকেটারকে চাঁচাছোলা ভাষায় বেঁধেন তিনি৷ কারো বিরুদ্ধে দলে জায়গা না দেওয়া নিয়ে অভিযোগ আবার কারো ক্ষেত্রে তাঁর ছেলের থেকে বেশি স্টারডম পাওয়া নিয়ে অভিযোগ৷ কিন্তু যে ছেলেকে নিয়ে আজ এত দাবি করেন তাঁদের সঙ্গে কোনও সম্পর্কই রাখেন না এবং ছেলেও বাবার সম্পর্কে নানা বিরূপ কথা বলেন৷ 
: যুবরাজ সিংয়ের বাবা নানা বিস্ফোরক অভিযোগ করেন৷ বিভিন্ন ক্রিকেটারকে চাঁচাছোলা ভাষায় বেঁধেন তিনি৷ কারো বিরুদ্ধে দলে জায়গা না দেওয়া নিয়ে অভিযোগ আবার কারো ক্ষেত্রে তাঁর ছেলের থেকে বেশি স্টারডম পাওয়া নিয়ে অভিযোগ৷ কিন্তু যে ছেলেকে নিয়ে আজ এত দাবি করেন তাঁদের সঙ্গে কোনও সম্পর্কই রাখেন না এবং ছেলেও বাবার সম্পর্কে নানা বিরূপ কথা বলেন৷ ‘
প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং প্রথম বিয়ে করেছিলেন শবনম সিংকে। যোগরাজ সিং যখন শবনমকে তালাক দেন  যুবরাজ সিং তখনও কিশোর। যুবরাজ সিংকে একাই বড় করেছেন শবনম।
প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং প্রথম বিয়ে করেছিলেন শবনম সিংকে। যোগরাজ সিং যখন শবনমকে তালাক দেন  যুবরাজ সিং তখনও কিশোর। যুবরাজ সিংকে একাই বড় করেছেন শবনম।
যুবরাজ ছাড়াও যোগরাজ সিং শবনমের আরও একটি ছেলে রয়েছে, যার নাম জোরাওয়র সিং। শবনম সিং ছেড়ে যোগরাজ সিং পাঞ্জাবি অভিনেত্রী নীনা বুন্দেলকে বিয়ে করেন। (Yograj Singh/Instagram)
যুবরাজ ছাড়াও যোগরাজ সিং শবনমের আরও একটি ছেলে রয়েছে, যার নাম জোরাওয়র সিং। শবনম সিং ছেড়ে যোগরাজ সিং পাঞ্জাবি অভিনেত্রী নীনা বুন্দেলকে বিয়ে করেন। (Yograj Singh/Instagram)
যোগরাজ সিং, যিনি ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ এবং ৬টি ওডিআই আন্তর্জাতিক খেলেছেন, শৈশব থেকেই যুবরাজ সিংয়ের প্রতি খুব কঠোর ছিলেন৷ যোগরাজ ও যুবরাজ দু’জনেই একাধিক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন।
যোগরাজ সিং, যিনি ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ এবং ৬টি ওডিআই আন্তর্জাতিক খেলেছেন, শৈশব থেকেই যুবরাজ সিংয়ের প্রতি খুব কঠোর ছিলেন৷ যোগরাজ ও যুবরাজ দু’জনেই একাধিক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন।
যুবরাজ ছোটবেলায় ক্রিকেট খেলা পছন্দ করতেন না।তিনি স্কেটিং এবং টেনিস খেলতেন, কিন্তু যোগরাজ সিং তার টেনিস খেলা বন্ধ করিয়ে দেন৷  যুবরাজকে ক্রিকেটার বানানোর জন্য তিনি তাঁকে কঠোর প্রশিক্ষণ দিতেন। (Yograj Singh/Instagram)
যুবরাজ ছোটবেলায় ক্রিকেট খেলা পছন্দ করতেন না।তিনি স্কেটিং এবং টেনিস খেলতেন, কিন্তু যোগরাজ সিং তার টেনিস খেলা বন্ধ করিয়ে দেন৷  যুবরাজকে ক্রিকেটার বানানোর জন্য তিনি তাঁকে কঠোর প্রশিক্ষণ দিতেন। (Yograj Singh/Instagram)
শবনমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যুবরাজ সিং এবং তার ভাই জোরাওয়র তাঁদের মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। যোগরাজ সিং একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শবনমের আধুনিক চিন্তাভাবনার কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং যুবরাজ সিংয়ের শৈশব থেকেই তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। (Zorawar Singh/Instagram)
শবনমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যুবরাজ সিং এবং তার ভাই জোরাওয়র তাঁদের মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। যোগরাজ সিং একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শবনমের আধুনিক চিন্তাভাবনার কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং যুবরাজ সিংয়ের শৈশব থেকেই তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। (Zorawar Singh/Instagram)
যুবরাজ সিং শুরুতে বাবাকে মোটেও পছন্দ করতেন না। এর কারণ ছিল বাবার কঠোর মনোভাব। ভারতীয় অলরাউন্ডারকে ক্রিকেটার বানানোর জন্য খুব কঠিন ট্রেনিং দিতেন যোগরাজ। এই কারণেই যুবরাজ তার বাবাকে ঘৃণা করতেন এবং বিবাহবিচ্ছেদের পরে তিনি তার মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। (Yuvraj Singh/Instagram)
যুবরাজ সিং শুরুতে বাবাকে মোটেও পছন্দ করতেন না। এর কারণ ছিল বাবার কঠোর মনোভাব। ভারতীয় অলরাউন্ডারকে ক্রিকেটার বানানোর জন্য খুব কঠিন ট্রেনিং দিতেন যোগরাজ। এই কারণেই যুবরাজ তার বাবাকে ঘৃণা করতেন এবং বিবাহবিচ্ছেদের পরে তিনি তার মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। (Yuvraj Singh/Instagram)
এরপর যোগরাজ সিং বিয়ে করেন নীনা বুন্দেলকে। নীনা বুন্দেল নব্বই দশকের শীর্ষ পাঞ্জাবি অভিনেত্রীদের একজন ছিলেন, কিন্তু বিয়ের পর তিনি যোগরাজের সঙ্গে আমেরিকা চলে যান এবং নিজের সিনেমার কেরিয়ার শেষ করে দেন। (Yograj Singh/Instagram)
এরপর যোগরাজ সিং বিয়ে করেন নীনা বুন্দেলকে। নীনা বুন্দেল নব্বই দশকের শীর্ষ পাঞ্জাবি অভিনেত্রীদের একজন ছিলেন, কিন্তু বিয়ের পর তিনি যোগরাজের সঙ্গে আমেরিকা চলে যান এবং নিজের সিনেমার কেরিয়ার শেষ করে দেন। (Yograj Singh/Instagram)
নীনা বুন্দেল অনেক বড় পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। এছাড়া মিউজিক অ্যালবাম ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। যোগরাজ সিংকে বিয়ে করার পর, নীনার দুটি সন্তান ছিল, ভিক্টর এবং অমরজিৎ কৌর। ভিক্টর একজন অভিনেতা এবং অভিনয়ের জগতে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। (Victor Yograj Singh/Instagram)
নীনা বুন্দেল অনেক বড় পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। এছাড়া মিউজিক অ্যালবাম ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। যোগরাজ সিংকে বিয়ে করার পর, নীনার দুটি সন্তান ছিল, ভিক্টর এবং অমরজিৎ কৌর। ভিক্টর একজন অভিনেতা এবং অভিনয়ের জগতে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। (Victor Yograj Singh/Instagram)
অন্যদিকে, যোগরাজ সিংয়ের মেয়ে অমরজিৎ কৌর একজন টেনিস খেলোয়াড়। যোগরাজ সিং বলেছেন যে তার মেয়ে টেনিস পছন্দ করে এবং এটিতে তাঁর কেরিয়ার গড়তে চায়। যুবরাজ সিং তার সৎ ভাইবোনদের সঙ্গে খুব ভাল সম্পর্ক৷  যুবরাজ সিং প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার সৎ-ভাই-বোনের সঙ্গে ছবি শেয়ার করেন। (amy bundhel/Instagram)
অন্যদিকে, যোগরাজ সিংয়ের মেয়ে অমরজিৎ কৌর একজন টেনিস খেলোয়াড়। যোগরাজ সিং বলেছেন যে তার মেয়ে টেনিস পছন্দ করে এবং এটিতে তাঁর কেরিয়ার গড়তে চায়। যুবরাজ সিং তার সৎ ভাইবোনদের সঙ্গে খুব ভাল সম্পর্ক৷  যুবরাজ সিং প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার সৎ-ভাই-বোনের সঙ্গে ছবি শেয়ার করেন। (amy bundhel/Instagram)
যুবরাজ সিংয়ের নিজের ভাই জোরাওয়রও অভিনয়ের ক্ষেত্রে কিছু করে দেখানোর লড়াই করছেন। তিনি ভিডিও অ্যালবামের কাজ চালিয়ে যাচ্ছেন। জোরাওয়ারের স্ত্রী বিবাহবিচ্ছেদের সময় নিজের শাশুড়ি শবনম, ভাসুর যুবরাজ সিং ও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন৷ (Zorawar Singh/Instagram)
যুবরাজ সিংয়ের নিজের ভাই জোরাওয়রও অভিনয়ের ক্ষেত্রে কিছু করে দেখানোর লড়াই করছেন। তিনি ভিডিও অ্যালবামের কাজ চালিয়ে যাচ্ছেন। জোরাওয়ারের স্ত্রী বিবাহবিচ্ছেদের সময় নিজের শাশুড়ি শবনম, ভাসুর যুবরাজ সিং ও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন৷ (Zorawar Singh/Instagram)
এদিকে যুবরাজ সিং নিজের বাবাকে নিয়ে বলেছেন, ‘‘আমি বলি না যে আমার বাবা খুব মহান চরিত্র৷’ তিনি আরও বলেন ‘আমার বাবার হাতে জাদু আছে, উনি আমায় বানিয়েছেন আজ আমি যা৷ ’
এদিকে যুবরাজ সিং নিজের বাবাকে নিয়ে বলেছেন, ‘‘আমি বলি না যে আমার বাবা খুব মহান চরিত্র৷’ তিনি আরও বলেন ‘আমার বাবার হাতে জাদু আছে, উনি আমায় বানিয়েছেন আজ আমি যা৷ ’
যোগরাজ সিং বলেন, ‘প্রথমে আমায় গালি দিত, হিটলার, ড্রাগন সিং আমি আমার বাবাকে ঘেন্না করি৷ আমার বাড়িতে সবই আমায় ঘেন্না করে, আমার আত্মীয়স্বজনরা বলে আমার বাবা হওয়া উচিত হয়নি৷’ তিনি আরও বলেন, ‘কিন্তু ও ওঁর নিজের রাস্তায় চলে, ভগবান কৃষ্ণের দয়ায় আপনারা যুবরাজ সিংকে পেয়েছেন৷’
যোগরাজ সিং বলেন, ‘প্রথমে আমায় গালি দিত, হিটলার, ড্রাগন সিং আমি আমার বাবাকে ঘেন্না করি৷ আমার বাড়িতে সবই আমায় ঘেন্না করে, আমার আত্মীয়স্বজনরা বলে আমার বাবা হওয়া উচিত হয়নি৷’ তিনি আরও বলেন, ‘কিন্তু ও ওঁর নিজের রাস্তায় চলে, ভগবান কৃষ্ণের দয়ায় আপনারা যুবরাজ সিংকে পেয়েছেন৷’