১১১ ফুটের দুর্গা প্রতিমা

Durga Puja 2024: পুজোর বাকি ৯৭ দিন, উচ্চতম প্রতিমার প্রস্তুতি শুরু রানাঘাটে

নদিয়া: পুজোর বাকি আর মাত্র ৯৮ দিন। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায় তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা।

 তিন মাস আগে থেকে  শুরু হয়েছে কাজ। ইতিমধ্যেই তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এরপরই শুরু হবে ফাইবার দিয়ে কাজ । জানা যায় তাদের শুধু প্রতিমার উচ্চতা ১১১ ফুট, ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও বাড়বে বলে জানান মৃৎ শিল্পীরা। এলাকারই প্রায় দুই বিঘা জমির উপর বাঁশের প্যান্ডেল তৈরি করে, সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে প্রায় ১০ জন শিল্পীর ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম প্রতিমা।

সূত্রের খবর, এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা , যার উচ্চতা ছিল ৮৮ ফুট। এবার কলকাতাকে টেক্কা দিয়ে নদিয়ায় হতে চলেছে ১১১ ফুটের দুর্গা প্রতিমা। কলকাতায় বড় দুর্গা প্রতিমা তৈরি করলেও মানুষ তা দেখতে পারেনি। ভিড়ের চাপে তা বন্ধ করে দিতে বাধ্য হয় উদ্যোক্তারা । রানাঘাটের পুজো উদ্যোক্তারা বলেন আমাদের এখানে সবাই যেন দুর্গা প্রতিমা দেখতে পারেন ,তার জন্য বিরাট আকারে জায়গা ফাঁকা রেখে পুজোর ব্যবস্থা করা হচ্ছে।