আনন্দ নগরী কলকাতায় অনুষ্ঠিত হল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ শাখার বার্ষিক ম্যানেজমেন্ট ফেস্ট ‘SRJAN 2K 24’। অনুষ্ঠানে দূরদর্শিতা এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ৮ উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হয়।

SRJAN 2K24: কলকাতায় অনুষ্ঠিত হল IEM-এর বার্ষিক ম্যানেজমেন্ট ফেস্ট, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে ভাব বিনিময় করলেন হবু উদ্যোক্তারা

আনন্দ নগরী কলকাতায় অনুষ্ঠিত হল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ শাখার বার্ষিক ম্যানেজমেন্ট ফেস্ট ‘SRJAN 2K 24’। অনুষ্ঠানে দূরদর্শিতা এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ৮ উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হয়।
আনন্দ নগরী কলকাতায় অনুষ্ঠিত হল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ শাখার বার্ষিক ম্যানেজমেন্ট ফেস্ট ‘SRJAN 2K 24’। অনুষ্ঠানে দূরদর্শিতা এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ৮ উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়েল ল্যাবরেটরিজ লিমিটেডের এমডি সুদীপ্ত নারায়ণ রায়, মৃত্তিকা আর্থি টকসের প্রতিষ্ঠাতা সোমিনি সেন দুয়া, বি বনি বডিকেয়ার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মৌসুমী মিত্র, সুগার অ্যান্ড স্পাইস ক্রিয়েটিভ বেকার্স অ্যান্ড কনফেকশনার্স প্রাইভেট লিমিটেডের এমডি সুপ্রিয়া রায়, মনোশা বায়োটেক প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সৌরভ রায়, প্রিডিকিউটি-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও শুভলক্ষ্মী সামন্ত এবং প্রফিশেন্ট ইক্যুইটিজ প্রাইভেট লিমিটেডের সিইও মনোজ ডালমিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়েল ল্যাবরেটরিজ লিমিটেডের এমডি সুদীপ্ত নারায়ণ রায়, মৃত্তিকা আর্থি টকসের প্রতিষ্ঠাতা সোমিনি সেন দুয়া, বি বনি বডিকেয়ার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মৌসুমী মিত্র, সুগার অ্যান্ড স্পাইস ক্রিয়েটিভ বেকার্স অ্যান্ড কনফেকশনার্স প্রাইভেট লিমিটেডের এমডি সুপ্রিয়া রায়, মনোশা বায়োটেক প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সৌরভ রায়, প্রিডিকিউটি-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও শুভলক্ষ্মী সামন্ত এবং প্রফিশেন্ট ইক্যুইটিজ প্রাইভেট লিমিটেডের সিইও মনোজ ডালমিয়া।
অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ঋতপর্ণ মুখোপাধ্যায় (Prof Writaparna Mukherjee) এবং সপ্তপর্ণা ঘোষ (Prof Saptaparna Ghosh) জানান, ফেস্ট উপলক্ষ্যে ২০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাদার জগতের ৪০০-এর বেশি প্রতিযোগি। এর মধ্যে কয়েকটি প্রতিযোগিতা সবার নজর কেড়েছে। যেমন - শার্ক ট্যাঙ্ক ইনকিউবেটর প্রেজেন্টেশন: আগামী দিনের উদ্যোক্তারা বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞ ব্যবসায়ীদের প্যানেলের সামনে নিজেদের ব্যবসায়িক আইডিয়া তুলে ধরেন। অবিকল শার্ক ট্যাঙ্কের মতো। কয়েকজন মেন্টরশিপ এবং ফান্ডের অফার পেয়েছেন।
অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ঋতপর্ণ মুখোপাধ্যায় (Prof Writaparna Mukherjee) এবং সপ্তপর্ণা ঘোষ (Prof Saptaparna Ghosh) জানান, ফেস্ট উপলক্ষ্যে ২০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাদার জগতের ৪০০-এর বেশি প্রতিযোগি। এর মধ্যে কয়েকটি প্রতিযোগিতা সবার নজর কেড়েছে। যেমন – শার্ক ট্যাঙ্ক ইনকিউবেটর প্রেজেন্টেশন: আগামী দিনের উদ্যোক্তারা বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞ ব্যবসায়ীদের প্যানেলের সামনে নিজেদের ব্যবসায়িক আইডিয়া তুলে ধরেন। অবিকল শার্ক ট্যাঙ্কের মতো। কয়েকজন মেন্টরশিপ এবং ফান্ডের অফার পেয়েছেন।
বিজনেস হ্যাকাথন: সমস্যার আর্থিক সমাধান কীভাবে সম্ভব, সীমিত সময়ের মধ্যে তা খুঁজে বের করেছেন প্রতিযোগীরা। স্টক মার্কেট কম্পিটিশন: স্টক মার্কেট ট্রেডিংয়ে আর্থিক দক্ষতা দেখাতে হয়েছে প্রতিযোগিদের। সময় ছিল অল্প। তার মধ্যে ঠিক করতে হয়েছে, কোনও স্টকে বিনিয়োগ করবেন কি না। এআই ভিডিও, মিউজিক মেকিং কম্পিটিশন: এতে প্রতিযোগিদের নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভিডিও এবং মিউজিক তৈরি করতে হয়েছে। এই বিভাগে অনেকেই রীতিমতো মুন্সিয়ানা দেখিয়েছেন।
বিজনেস হ্যাকাথন: সমস্যার আর্থিক সমাধান কীভাবে সম্ভব, সীমিত সময়ের মধ্যে তা খুঁজে বের করেছেন প্রতিযোগীরা। স্টক মার্কেট কম্পিটিশন: স্টক মার্কেট ট্রেডিংয়ে আর্থিক দক্ষতা দেখাতে হয়েছে প্রতিযোগিদের। সময় ছিল অল্প। তার মধ্যে ঠিক করতে হয়েছে, কোনও স্টকে বিনিয়োগ করবেন কি না। এআই ভিডিও, মিউজিক মেকিং কম্পিটিশন: এতে প্রতিযোগিদের নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভিডিও এবং মিউজিক তৈরি করতে হয়েছে। এই বিভাগে অনেকেই রীতিমতো মুন্সিয়ানা দেখিয়েছেন।
এছাড়া ফটোগ্রাফি, শর্ট ফিল্ম, লোগো ডিজাইন, ডিবেট, বিজনেস মিম, বিজনেস কুইজের মতো বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে ফেস্ট হয়ে উঠেছিল প্রাণবন্ত এবং সুস্থ প্রতিযোগিতার চারণভূমি। শুধু তাই নয়, অনুষ্ঠানে নামী উদ্যোক্তা এবং শিল্পপতিদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও পান প্রতিযোগিরা।
এছাড়া ফটোগ্রাফি, শর্ট ফিল্ম, লোগো ডিজাইন, ডিবেট, বিজনেস মিম, বিজনেস কুইজের মতো বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে ফেস্ট হয়ে উঠেছিল প্রাণবন্ত এবং সুস্থ প্রতিযোগিতার চারণভূমি। শুধু তাই নয়, অনুষ্ঠানে নামী উদ্যোক্তা এবং শিল্পপতিদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও পান প্রতিযোগিরা।