প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা: উত্তর কলকাতায় অবস্থিত সম্মানীয় বিশ্ববিদ্যালয় এটি। কেবল পড়াশোনা ক্ষেত্রেই নয়, বিল্ডিংয়ের স্থাপত্যকার্যও বহুল প্রশংসিত। ১৮১৭ সালে তৈরি এশিয়ার প্রথম প্রতিষ্ঠান, যেখানে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছিল।

Cyclone Remal Update: রিমলের জেরে স্থগিত প্রেসিডেন্সির সেমেস্টার পরীক্ষা, ঘোষণা করা হল নতুন সময়সূচি

কলকাতাঃ স্থগিত হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ঘূর্ণিঝড় ‘রিমল’ সম্পর্কিত পূর্বাভাস এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ২য় সেমিস্টারের UG/PG পরীক্ষা যা আগামীকাল ২৭ মে ২০২৪ তারিখে নির্ধারিত ছিল। শিক্ষার্থীদের স্বার্থে তা ১৮ জুন, ২০২৪ তারিখে পুনঃনির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর ভবিষ্য‍তের কেরিয়ার ভেবে দিশেহারা? রইল খুব অল্পদিনে সাফল‍্যের হদিশ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ‘রিমলের জন্য কালকে আমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত। কালকের পরীক্ষা নেওয়া হবে ১৮ ই জুন।’ সকাল থেকেই শুরু হয়েছে ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, ভোরবেলা থেকেই কলকাতার আবহাওয়ায় বড়সড় বদল।

আবহাওয়া দফতরের খবর অনুসারে, কলকাতাতে রবিবার সন্ধ্যায় হবে তুমুল তোলপাড়। তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া। সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া।