WhatsApp-এই মনের মতো প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারবেন! কী ভাবে জানেন

WhatsApp ইউজাররা এবার থেকে এআই জেনারেটেড প্রোফাইল ফটো তৈরি করতে পারবেন। বর্তমানে এই ফিচারের উপর কাজ করছে মেটা এআই। তবে অ্যান্ড্রয়েডের নির্বাচিত বিটা টেস্টাররা ইতিমধ্যেই এআই জেনারেটেড প্রোফাইল ফটো ফিচার ব্যবহার করছেন। এমনটাই জানিয়েছে WABetaInfo। খুব শীঘ্রই সব ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।

WhatsApp-এ এআই জেনারেটেড প্রোফাইল ফটো– এটা কীভাবে কাজ করে: বিটা ভার্সনের WhatsApp সেটিংসে এআই এনেবল ফিচার নামে একটি নতুন বিভাগ রয়েছে। সেখানেই এআই প্রোফাইল পিকচার তৈরি করা যায়। খুব আকর্ষণীয় ফিচার। কারণ ইউজারের বর্ণনার উপর ভিত্তি করে যে কোনও ধরনের ছবি তৈরি করে এআই টুল।

এআই জেনারেটেড প্রোফাইল ফটো ফিচার ইউজারের সামনে অসংখ্য বিকল্প নিয়ে আসছে। যে রকম খুশি প্রোফাইল ফটো তৈরি করা যাবে। আবার যে সব ইউজার প্রোফাইলে আসল ছবি দিতে চান না তাঁদের সোনায় সোহাগা। এআই জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি ছবিগুলিকে প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: অকেজো হয়ে যাবে দামি ফোন! এখনই করুন এই কাজ, না হলে টাকা জলে যাবে, জেনে নিন সবটা

আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস OnePlus 13-এর ফিচার ক্যামেরা! ডিসপ্লেই বা কেমন, কেনার আগে জেনে নিন

টিপস্টাররা বলছেন, “এআই জেনারেটেড প্রোফাইল ফটোর সাহায্যে ইউজাররা নিজেকে মনের মতো সাজিয়ে তুলতে পারবেন। কারণ ব্যক্তিত্ব, আদর্শ এবং মেজাজকে ছবির চেয়েও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে এআই”। সোজা কথায়, ছবি কপি করা বা বিষয়বস্তুর অপব্যবহার রোধে এটা বড় পদক্ষেপ হতে চলেছে। iOS এবং Android, উভয় ভার্সনের মেসেজিং অ্যাপেই প্রোফাইল ফটো, সাধারণ ফটো বা ভিডিও-র স্ক্রিনশট নেওয়া যাবে না।

WhatsApp-এ এআই: WhatsApp-এ ইতিমধ্যেই মেটা এআই রয়েছে, এআই চ্যাটবটের আকারে। WhatsApp-এর মূল স্ক্রিনেই এটা ব্যবহার করতে পারেন ইউজাররা। কোনও রেসিপি তৈরির কথা জিজ্ঞেস করা যায়। কিংবা ডায়েট প্ল্যান। এমনকী প্রম্পটে যে কোনও প্রশ্ন করতে পারেন ইউজাররা। এআই চ্যাটবট তার উত্তর দেবে। প্রয়োজনে ব্যাখ্যা করে বুঝিয়েও দেবে। এবার আসছে এআই জেনারেটেড প্রোফাইল ফটো ফিচার। ইউজাররা এআই-এর মাধ্যমে পছন্দসই প্রোফাইল ফটোও তৈরি করতে পারবেন এখন থেকে।