গৌতম গম্ভীর

KKR News: দিল্লি ম্যাচের আগে কেকেআরের ৩টি বড় চিন্তা! কী করবেন গম্ভীর? জেনে নিন বিস্তারিত

শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন।  ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন। ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।