তিন পরিবারের মহিলারা 

East Bardhaman News: বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি, ঘরছাড়া পরিবারগুলি সরকারি সাহায্যের আশায়

পূর্ব বর্ধমান: বাড়ি হারিয়ে অন্যত্র বসবাস করতে হচ্ছে পূর্ব বর্ধমানের এই গ্রামের তিনটে পরিবারের সদস্যদের। বৃষ্টিপাতের জেরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে কমবেশি ক্ষতি হয়েছে। কোথাও চাষের জমি জলে ডুবে রয়েছে আবার কোথাও রাস্তা ভেঙ্গে গিয়েছে, কোথাও আবার বাড়িও ভেঙে পড়েছে। সেরকমই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের, বনকাপাসী গ্রামের তিনজনের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

বাড়ি ভেঙে যাওয়ার কারণে তাঁরা গ্রামেরই সংস্কৃতি অঙ্গনে বসবাস করছেন। এই প্রসঙ্গে মালা মাঝি জানিয়েছেন,”বৃষ্টির জন্য আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছিল , তারপরেই আমাদের ঘর ভেঙ্গে গিয়েছে। এখন আমরা এই সংস্কৃতি অঙ্গনে বসবাস করছি, কেউ দিয়ে গেলে খাচ্ছি তা না হলে খালি পেটে থাকতে হচ্ছে। আমাদের পরিস্থিতি এখন খুব খারাপ।”

বনকাপাসী গ্রামের এই সংস্কৃতি অঙ্গনে এখন ঝন্টু মাঝি, কুমকুম মাঝি এবং মিলন মাঝি সহ তাঁদের পরিবারের সদস্যরাও বসবাস করছেন। বৃষ্টিপাতের জেরে বাড়ি হারিয়ে এই তিন পরিবারের বর্তমানে থাকার একমাত্র জায়গা এই সংস্কৃতি অঙ্গন। জানা গিয়েছে, এই তিন পরিবারের কেউ চাষ করেন ,আবার কেউ দিন মজুরের কাজ করে তাঁদের সংসার চালান। তাই তাঁদের নতুন বাড়ি করার সামর্থ্য নেই। এই বিষয়ে নির্দিষ্ট এলাকার অঞ্চল সভাপতি রাঘব চন্দ্র ঘোষ জানিয়েছেন,”ক্ষতিগ্রস্থ পরিবারদের তাঁরা চাল, ডাল জোগাড় করে দিচ্ছেন। থাকার বিষয়ে তিনি বিডিও কেও জানিয়েছেন।”

আরও পড়ুনঃ GK: নেই কোনও জাতীয় পশু! এমন দেশের নাম বলুন তো দেখি, উত্তর দিতে হোঁচট খাচ্ছেন অনেকেই

তবে এমতাবস্থায় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই জীবনযাপন করতে হচ্ছে, বনকাপাসী গ্রামের এই তিন পরিবারকে। তবে এই তিনটে পরিবার ছাড়াও , বনকাপাসী গ্রামের আরও বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে না পড়লেও বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা। সকলেই প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।

বনোয়ারীলাল চৌধুরী