Collapsed statue of Chhatrapati Shivaji Maharaj. (Image: News18)

Chhatrapati Shivaji Maharaj Statue Collapsed: গতবছরই উদ্বোধন হয়েছিল, মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩৫ ফুটের শিবাজীর মূর্তি !

মুম্বই: মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল ছত্রপতি শিবাজী মহারাজের ৩৫ ফুট উঁচু বিশাল মূর্তি ৷ কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বিপত্তি ৷ সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা মূর্তিটাই ! এই ঘটনার পর মহারাষ্ট্র সরকারের দিকেই আঙুল তুলছেন সে রাজ্যের বিরোধী দলগুলি ৷ মূর্তিটির নির্মানকাজ একেবারেই ঠিকঠাক হয়নি বলে অভিযোগ তাদের ৷

আরও পড়ুন- রক্ষকই যখন ভক্ষক; পড়শি রাজ্যে ট্রেন ধরতে গিয়ে হয়রানির মুখে বাংলার ব্যবসায়ী, সাসপেন্ড ৫ পুলিশকর্মী

আরও পড়ুন- নোট গুণতে সময় লেগেছিল ১০ দিন, দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান সম্পর্কে জানেন?

মালবনের রাজকোট দুর্গে ৩৫ ফুটের বিশাল মূর্তিটি এদিন দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে ৷ গত বছর ৪ ডিসেম্বর নৌ সেনা দিবসের দিন মূর্তিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিধায়ক বৈভব নায়েক রাজকোট পরিদর্শন করে বলেন, ‘‘দুর্ভাগ্যজনক যে আট মাসের মধ্যে মূর্তিটি ভেঙে পড়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ছত্রপতি শিবাজী মহারাজ মহারাষ্ট্রের পরিচয়। তাই নিম্নমানের কাজ করার বিরুদ্ধে মামলা করার দাবি জানানো হয়েছে।’’