প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বসতবাড়ি আহত ২

Heavy Rain: তুমুল ঝড়বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি! ঘরে ছিল ২ শিশু-সহ ৫, তারপর যা ঘটল…

হাওড়া: প্রবল বৃষ্টির জেরে বাড়ি ভেঙে আহত দুই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী-মাঝারি বৃষ্টি অব্যাহত। কয়েকদিন ধরে ভারী-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিতেই ভেঙে পড়ল বসত বড়ি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পশ্চিম বাউড়িয়ার চক পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই ঘরে বসে জরির কাজ করছিলেন বেশ কয়েকজন। আর ঠিক তখনই প্রবল বৃষ্টিতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনার জেরে ওই বাড়ির তলায় চাপা পড়ে যায় দুই শিশু ও তিন মহিলা। প্রবল চিৎকারে আশপাশের লোকেরা এসে উদ্ধার করে তাঁদের। সাফিয়া বেগম ও নাসিরা বেগমকে চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে ওই দুই মহিলা সেখানেই চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ উঁচু পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা এই জায়গা পর্যটকদের চুম্বকের মতো টানে, পুজোয় ঘুরে আসুন

এ প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সেখ মেহবুব রহমান বলেন, ঘটনার পর খবর আসে। তিনি সমস্ত মানুষকে এই প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্ক থাকার আশ্বাস দেন। দুর্ঘটনাস্থলে পরিদর্শনের আশ্বাস দেন। তিনি আরও জানান, প্রয়োজনে পৌরসভার সহযোগিতায় ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করব আমরা।

রাকেশ মাইতি