এটিএম লুটের চেষ্টা

Hooghly News: এ কী করল চোর! হুগলিতে এমন কাণ্ড ঘটল, হাসতে-হাসতে পেটে খিল ধরে যাবে!

হুগলি: গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লুটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া স্টেশন সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ। যদিও এটিএম কেটে টাকা পয়সা লুট করতে পারিনি দুষ্কৃতীরা। তবে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি ব্যাংকের এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখে নাইটগার্ড। আগুন লেগেছে এমন অনুমান করে খবর দেওয়া হয় এটিএম কোম্পানিতে। কোম্পানির তরফে বুধবার গোটা দিন এটিএম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: এমন চোরের কথা জীবনে শোনেননি! এ তো একেবারে ভিআইপি চোর! শিলিগুড়িতে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন

বুধবার সন্ধ্যায় এটিএম এর টেকনিশিয়ানরা আসলে তারা দেখে এটিএম মেশিন পুড়ে গেছে এবং ভাঙ্গা রয়েছে‌। তখনই তারা বুঝতে পারেন এটি কোন টেকনিক্যাল গাফিলতি নয় বরং সেটিকে ভেঙে তার লুটপাটের চেষ্টা চলেছে।

ঘটনার খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হুগলি জেলা পুলিশ গ্রামীনে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। সি আই মগরা এবং পান্ডুয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। স্টেশন বাজার সংলগ্ন জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুটের চেষ্টা করেছে দূস্কৃতিরা। যদিও তারা ব্যর্থ হয়। কোন টাকা তারা নিয়ে যেতে পারেনি। পুরো বিষয় খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ।

—- রাহী হালদার