বর্ষায় রাস্তায় বেরোতে হচ্ছে। সেই বৃষ্টি ভেজা জুতো থেকেই গন্ধ বের হচ্ছে।জমে থাকা জলে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় এই সময়। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতোও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার ঘাম ও ব্যাকটেরিয়া জমেও জুতোয় দুর্গন্ধ হয়ে যায়।বিউটি এক্সপার্ট সন্ধ্যা চক্রবর্তী জানান, এই সময় মেনে চলতে হবে কিছু কিছু টিপস। (পিয়া গুপ্তা)

Shoe and Socks Bad Smell: মোজা থেকে উৎকট গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসছে? ব্রাহ্মাস্ত্র এই ৫টি টিপস, কাজ করবে ম্যাজিকের মতো

বর্ষায় রাস্তায় বেরোতে হচ্ছে। সেই বৃষ্টি ভেজা জুতো থেকেই গন্ধ বের হচ্ছে।জমে থাকা জলে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় এই সময়। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতোও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার ঘাম ও ব্যাকটেরিয়া জমেও জুতোয় দুর্গন্ধ হয়ে যায়।বিউটি এক্সপার্ট সন্ধ্যা চক্রবর্তী জানান, এই সময় মেনে চলতে হবে কিছু কিছু টিপস। (পিয়া গুপ্তা)
বর্ষায় রাস্তায় বেরোতে হচ্ছে। সেই বৃষ্টি ভেজা জুতো থেকেই গন্ধ বের হচ্ছে।জমে থাকা জলে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় এই সময়। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতোও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার ঘাম ও ব্যাকটেরিয়া জমেও জুতোয় দুর্গন্ধ হয়ে যায়।বিউটি এক্সপার্ট সন্ধ্যা চক্রবর্তী জানান, এই সময় মেনে চলতে হবে কিছু কিছু টিপস। (পিয়া গুপ্তা)
১)জুতো দুর্গন্ধ মুক্ত রাখতে মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিন পায়ে।
১)জুতো দুর্গন্ধ মুক্ত রাখতে মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিন পায়ে।
২) এছাড়া জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন, পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতো পরুন।দুর্গন্ধ থাকবে না।
২) এছাড়া জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন, পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতো পরুন।দুর্গন্ধ থাকবে না।
৩)জুতো ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভাল। এছাড়া সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করলে দুর্গন্ধ থাকবে না।
৩)জুতো ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভাল। এছাড়া সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করলে দুর্গন্ধ থাকবে না।
৪)জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ও ছিটিয়ে রাখতে পারেন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। এছাড়া একটি কাপড়ের মধ্যে লবণ নিয়ে সে কাপড়ের মুখ বেঁধে জুতার ভেতর রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।
৪)জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ও ছিটিয়ে রাখতে পারেন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। এছাড়া একটি কাপড়ের মধ্যে লবণ নিয়ে সে কাপড়ের মুখ বেঁধে জুতার ভেতর রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।
৫)এছাড়া এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।এছাড়াও বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেসবও ব্যবহার করতে পারেন।
৫)এছাড়া এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।এছাড়াও বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেসবও ব্যবহার করতে পারেন।