পুজোর মুখে মর্মান্তিক ঘটনা! বাজার করতে বেরিয়ে পিষে গেলেন বৃদ্ধ! রক্তস্রোত...

North 24 Parganas News: পুজোর মুখে মর্মান্তিক ঘটনা! বাজার করতে বেরিয়ে পিষে গেলেন বৃদ্ধ! রক্তস্রোত…

উত্তর ২৪ পরগনা: বাজারে গিয়ে ঘরে ফেরা হল না বৃদ্ধের, বাইকের ধাক্কায় মৃত্যু। বাজার করতে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধের।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আকিপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে আকিপুর গ্রামের বছর ৭৪-এর বৃদ্ধ আদম মন্ডল খোলাপোতা বাজারে বাজার করতে গিয়েছিলেন।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

বাড়ি ফেরার সময় খোলাপোতা ভেবিয়া রোডে আকিপুর চুটকির মোড় এলাকায় রাস্তা পেরোনোর সময় দ্রুত গতিতে বাইক এসে ধাক্কা মারে ওই বৃদ্ধকে। এই ঘটনায় গুরুতর আহত হয়, ওই বৃদ্ধ। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারসহ এলাকায়।

আরও পড়ুন- ৫০০ টাকার নোটে গান্ধিজি নয়, এ কার ছবি! দেড় কোটি জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ! 

তবে খোলাপোতা থেকে ভেবিয়াগামী রাস্তায় এভাবে অবাধে লাগামহীন গাড়ি চলাচলে দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। পুলিশি নিয়ন্ত্রণের মাধ্যমে রাস্তায় গাড়ি চলুক চাইছেন এলাকার মানুষ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একের পর এক সেফ ড্রাইভ সেভ লাইফ-এর মতো প্রচার করার পরেও কোনভাবেই হুঁশ ফিরছে না বাইক আরোহীদের। যা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এলাকার মানুষ।

জুলফিকার মোল্লা