রাস্তা মাপ করার কাজ চলছে।

Traffic: এ যেন ম্যাজিক! ৬০ ফুটের রাস্তা মাপলেই ১৫ ফুট! দুর্গাপুরে অবাক কাণ্ড, কী ঘটছে দেখুন ভিডিও

দুর্গাপুর: উখড়া এলাকায় যানজট নিত্যদিনের সঙ্গী। এই যানজট নিয়ে নাজেহাল স্থানীয় মানুষজন। মাঝেমধ্যেই তারা এই যানজট হটানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন। সেই উখরা বাজারের রাস্তা মাপ করতে এসে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। কারণ যেখানে সরকারি হিসাব অনুযায়ী রাস্তা ৫৫ থেকে ৬০ ফুট থাকার কথা, সেখানে রাস্তা বর্তমানে দাঁড়িয়েছে ১৫ থেকে ১৮ ফুটে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গাতেই অবৈধ দখলদার উচ্ছেদের কাজ চলছে। মানুষজনের অসুবিধার কথা ভেবে ফাঁকা করে দেওয়া হচ্ছে ফুটপাতগুলিকে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই উখরা পঞ্চায়েত আরও কিছুটা নড়েচড়ে বসেছে। সেজন্যই উখড়া বাজারের রাস্তা পরিমাপ করার কাজ শুরু হয়। সেখানে হাজির ছিলেন প্রধান, উপপ্রধান-সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। আর তখনই রাস্তা পরিমাপ করতে গিয়ে অবাক হয়ে যান তারা।

আরও পড়ুনঃ কলকাতা-দমদম হয়ে সোজা দিঘা! রথযাত্রায় রেলের বিরাট উপহার! কবে, কোন সময়ে ছাড়বে ট্রেন? জানুন

জানা গিয়েছে, উখরা বাজারের এনএসবি রোড এলাকায় নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল পর্যন্ত রাস্তাটির উপর নিত্য যানজট সৃষ্টি হয়। কিন্তু সরকারি হিসেব অনুযায়ী, এই রাস্তাটি কোথাও ৫৫ ফুট, কোথাও ৬০ ফুট থাকার কথা। তবে রাস্তা পরিমাপ করে দেখা গিয়েছে, এই রাস্তাটি বর্তমানে দাঁড়িয়েছে কোথাও ১৫ ফুটে, কোথাও ১৮ ফুটে। এছাড়া অন্যান্য রাস্তাগুলি ৩০ থেকে ৩৫ ফুট থাকার কথা বলে পঞ্চায়েত সূত্রে খবর। কিন্তু সেখানেও একই অবস্থা।

এই ঘটনার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উখরা বাজার এলাকায়। এই বিষয়ে উখরা পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, প্রথমে রাস্তা পরিমাপ করা হবে। এরপর আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা অবৈধভাবে দখল করে যে দোকানগুলি চলছে, সেগুলিকে সরানো হবে বলেও সূত্রের খবর। অন্যদিকে, পঞ্চায়েতের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে চেম্বার অফ কমার্স।

নয়ন ঘোষ